সুন্দরবন

স্থান: খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট | ধরন: প্রাকৃতিক

পরিবারের সবাইকে নিয়ে শীতকালে ঘুরে আসার মতো একটি জায়গা হলো সুন্দরবন। পৃথিবীর সর্ববৃহৎ এই জোয়ার-ভাটার বন শুরু হয়েছে বরগুনা জেলার সীমানা থেকে আর এর বাংলাদেশ অংশ শেষ হয়েছে সাতক্ষীরা জেলায়। সুন্দরবন হলো আমাদের পাঠ্যবইয়ের জলে কুমির ডাঙ্গায় বাঘ টাইপের বন। এখানে সবখানেই জীবন হারানোর ভয়। আর যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়, এই কথাটা মানলে সুন্দরবন আসলেই রাত কাটানোর জন্য ভয়ংকর একটি জায়গা। কাজেই যদি তোমরা সুন্দরবনে ঘুরে যাও, তাহলে বনে থাকার চিন্তা না করে অবশ্যই কোনো ট্রলার বা লঞ্চে থাকবে। এই বন থেকে আসে দেশের সবচেয়ে বড় ‘মধু’র জোগান। সুন্দরবন ঘুরতে যাওয়ার জন্য শীতকাল হলো আদর্শ সময়। এ সময় নদীতে ঢেউ কম থাকে আর অনেক শীতের পাখি দেখতে পাওয়া যায়। এ ছাড়া সুন্দরবনের খালে ও নদীতে ডলফিন যেমন দেখতে পারবে, ঠিক তেমনি দেখতে পারবে নদীর পাড়ে হেলান দিয়ে শুয়ে থাকা কুমিরের রোদ পোহানোও। সুন্দরবনে যে কয়টি টুরিস্ট স্পট রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো কটকা, কচিখালী, করমজল, নীলকমল, হিরণপয়েন্ট, দুবলার চর। এদের মধ্যে দুবলার চর শুঁটকিমাছের জন্য বিখ্যাত। এখানে বছরের ছয় মাস শুঁটকিমাছ পাওয়া যায়। ঢাকা থেকে খুলনার মংলা হয়ে কিংবা সাতক্ষীরার শ্যামনগর হয়ে সুন্দরবনে যাওয়া যায়। সুন্দরবনে খরচ দেশের অন্যান্য জায়গার চেয়ে তুলনামূলকভাবে অনেক বেশি। এই বনে বা বনের নদীতে পরিবেশ নষ্ট হয় এমন কিছু ফেলবে না, বেশি শব্দ তৈরি করা যাবে না।

(কিশোর আলোর জানুয়ারি ২০১৫ সংখ্যায় প্রকাশিত)