সবার প্রেরণা যে মেয়েটি

ছোট মেয়ে হেইডি। অপূর্ব সুন্দর সবুজ পাহাড়ে ঘেরা মনোরম উপত্যকার মাঝে এক কুটিরে থাকে তার দাদুর সঙ্গে। লোকালয় থেকে বেশ অনেকটা দূরে। তার বন্ধুরা হলো দাদু, দাদিমা, পিটার, পিটারের মা এবং পাহাড়ে চরে বেড়ানো ছাগলের পাল। বেশ কাটছিল তার দিনগুলো। কিন্তু ঘটনাচক্রে অনাথ মেয়েটিকে চলে যেতে হয় শহরের এক বিলাসবহুল বাড়িতে। সেখানে তার বন্ধু হয় চলনশক্তিহীন ক্লারা। তবে বাড়িটির হাউসকিপার তাকে একদম পছন্দ করলেন না। ঘটতে শুরু করল মজার মজার সব ঘটনা। কিন্তু সে একদম শহুরে পরিবেশে খাপ খাইয়ে নিতে পারছিল না। তাকে আবার পাঠিয়ে দেওয়া হলো প্রকৃতির মাঝে। একদিন ক্লারার চিঠি এল। সে গ্রামে ওদের কাছে বেড়াতে আসবে‌। তারপর ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। কী সেই ঘটনা? জানতে হলে পড়ে ফেলতে হবে জোহানা স্পাইরির লেখা বিশ্ববিখ্যাত ক্লাসিক উপন্যাস হেইডি

লেখক: শিক্ষার্থী, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

আরও পড়ুন