আমি অনেক খাটো। ক্লাস ফাইভ থেকে আমার উচ্চতা ৪ ফুট ৭ ইঞ্চি রয়েছে। আমার সব বান্ধবী উচ্চতায় বড়। আমি নবম শ্রেণিতে পড়ি। স্কুলে পিটিতে নবম শ্রেণির লাইনে দাঁড়ালে স্যার আমাকে ষষ্ঠ শ্রেণির লাইনে দাঁড় করিয়ে দেন। কোনো বিয়েবাড়িতে গেলে সবাই আমাকে নিয়ে তামাশা করে। বলে, আমার নাকি ক্লাস থ্রিতে পড়া উচিত। আমি খাটো বলে স্কুলে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির মেয়েরা আমাকে সম্মান করে না। এখন আমি কী করব?
নাম প্রকাশে অনিচ্ছুক
জয়পুরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, জয়পুরহাট
উত্তর: মানুষের পরিচয় কিন্তু দৈহিক গঠনে নয়। কারও উচ্চতা, গায়ের রং, মুখশ্রী এগুলোর চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার মধ্যে কী কী মানবিক গুণ রয়েছে, সেটা। আরও প্রয়োজনীয় হচ্ছে তার দক্ষতা আর জ্ঞান, যা সমাজের বা অপরের কল্যাণে কাজে লাগে। মানবিক গুণগুলোর চর্চা নিজের মধ্যে বাড়াতে হবে, পাশাপাশি পড়ালেখা করে নিজের জ্ঞান আর দক্ষতা বৃদ্ধি করে মানুষের মঙ্গলের জন্য কাজ করার চেষ্টা করতে হবে। যে শিক্ষক তোমাকে ক্লাস সিক্সের লাইনে দাঁড় করান, যে বন্ধুরা তোমাকে নিয়ে তামাশা করে, তাদের প্রতি বিরূপ হোয়ো না, বরং মনে করো তাদের চেয়ে তোমার মানবিক গুণ অনেক বেশি আর তাদের তামাশাকে উপেক্ষা করতে শুরু করো। একদিন দেখবে তোমার গুণ আর দক্ষতার কাছে তাদের তামাশা পরাজিত হচ্ছে। তারাও একদিন নিজেদের ভুল বুঝতে পারবে এবং তোমাকে তোমার জ্ঞান আর গুণের উপযুক্ত মর্যাদা দেবে। মনে রাখবে, একজন তোমার প্রতি যে আচরণ করছে, সেটা তার আচরণ, তুমি যদি সেটা গ্রহণ না করো, তবে তা কখনোই তোমার ওপর প্রভাব বিস্তার করবে না। এ জন্য অপরের আচরণের দিকে মনোযোগ না দিয়ে সেলফ ডেভেলপমেন্টের দিকে বেশি মনোযোগী হও।
এই বিভাগে তোমরা তোমাদের মানসিক নানা সমস্যা, যা তোমার শিক্ষক, মা-বাবা বা অন্য কাউকে বলতে পারছ না, তা আমাদের লিখে পাঠাও। পাঠানোর ঠিকানা—মনোবন্ধু, কিশোর আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল করতে পারো [email protected]-এই ঠিকানায়। ইমেইলে পাঠাতে হলে সাবজেক্টে লিখবে - ‘মনোবন্ধু’, তারপর তোমার সমস্যাটি ইউনিকোড ফরম্যাটে লিখে পেস্ট করে দেবে মেইলের বডিতে। নাম, বয়স লিখতে ভুলবে না। তোমার সমস্যা বোঝার ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ।