৩১ মার্চ ২০২০। হোম কোয়ারেন্টিনের আজ চতুর্দশ দিন চলছে আমার। ১৪ দিন ধরে বাড়িতে। আমি শেষবার বাড়ি থেকে বেরিয়েছিলাম ১৭ মার্চ আমাদের কিআ বুক ক্লাবের মাসিক সভার উদ্দেশে। তারপর রাতে টিভিতে দেখলাম আগামীকাল থেকে সব স্কুল বন্ধ। কোচিংয়ের ভাইয়া মেসেজ দিয়ে জানাল, কোচিংও বন্ধ, সঙ্গে প্রাইভেটও। তারপর থেকে শুরু হলো মজা। আমি আগে থেকেই আন্দাজ করেছিলাম এ রকম কিছু একটা হবে, তাই বন্ধুদের থেকে নিয়ে জমানো শুরু করে দিয়েছিলাম গল্পের বই। সঙ্গে জমিয়েছি কয়েকটা গেম আর অনেকগুলো অ্যানিমে, বিভিন্ন মুভি। এখন এগুলো নিয়েই দিন কাটছে। গল্পের বই পড়তে পারছি ইচ্ছেমতো, পাঠ্যবইয়ের পড়া কম পড়লেও আম্মি কিছু বলছে না, অ্যানিমে ও গেমের জন্য যথেষ্ট সময় পাচ্ছি, গ্রাফিকস ডিজাইনিং ও কম্পিউটার প্রোগ্রামিংয়ের জন্য সময় পেয়েছি, মাঙ্গা (জাপানিজ কমিকস) আঁকা শুরু করেছি। এরই সঙ্গে আবার নামাজ পড়া শুরু করে দিয়েছি। সবচেয়ে ভালো লাগার একটা বিষয় হলো, আমরা সবাই মিলে একসঙ্গে দুপুরের খাবার খাচ্ছি। সবাই বাইরে যাওয়া নিয়ে আফসোস করলেও আমার মনে কোনো কষ্ট নেই। এত দিন পর একটা ছুটি পেয়েছি, যেখানে কোচিং আর প্রাইভেট নেই। কে জানে, এটাকেই হয়তো বলে আসল ছুটি, যেটা আমি অনেক দিন থেকে খুঁজে আসছি। প্রতিদিন স্কুল, কোচিং আর প্রাইভেটের জন্য বাড়ির বাইরে কাটিয়েছি প্রায় ১২ ঘণ্টা করে। তাই এখন চাই আমার বিছানাটায় গা ছেড়ে দিয়ে বই পড়তে। একটু বিশ্রাম নিতে!