লালাখাল

স্থান: জৈন্তাপুর, সিলেট | ধরন: প্রাকৃতিক, অ্যাডভেঞ্চার

পাহাড়ের দেশ হলো সিলেট, আর এই সিলেটেই রয়েছে নানান রকমের মজার মজার জায়গা। বাবা-মাকে নিয়ে এই শীতে একবার সিলেট না গেলে আসলেই অন্যায় হয়ে যাবে। আর একবার সিলেটে ঢুকলেই দেখে আসতে হবে অনেক কিছু। শীতকালে সিলেটের পাহাড়ি আবহাওয়া আরামদায়ক থাকে। এ সময় তোমাকে যেতেই হবে যে জায়গাটিতে সেটি হলো ‘লালাখাল’। ভারতের সীমানা ঘেঁষে বয়ে চলা এই খালের পানি আশ্চর্য রকমের নীলাভ সবুজ। এই পানি শীতকালে এতই পরিষ্কার থাকে যে অনায়াসেই এর নিচে বহুদূর পর্যন্ত দেখা যায়। লালাখাল শুরু হয়ে সিলেট-জাফলং সড়কের ‘সারিঘাট’ থেকে। এই খালের শেষ মাথায় রয়েছে বাংলাদেশের সীমানার শেষ চা-বাগান, যার নাম ম্যাগনোলিয়া টি-গার্ডেন। ঢাকা থেকে সিলেট শহরে নেমে সেখান থেকে জাফলংয়ের গাড়িতে উঠে লালাখালে নেমে যাওয়া যায়। টলটলে এই পানিতে মন ভরে গোসলও করা সম্ভব। লালাখাল বেড়ানো শেষ হয়ে গেলে জাফলং, বিছানাকান্দিও ঘুরে আসতে পারো।

(কিশোর আলোর জানুয়ারি ২০১৫ সংখ্যায় প্রকাশিত)