বিখ্যাত তিরন্দাজ রবিন হুড। ধনীদের টাকা লুটে গরিবদের দিয়ে দেওয়াই তার কাজ। তাই সে গরিবদের দেবতা ও ধনীদের কাছে দস্যু নামে পরিচিত ছিল। একবার স্বয়ং শহরের শেরিফকে আস্তানায় নিয়ে গেল রবিন। কেড়ে নিল তার স্বর্ণমুদ্রার বাক্স। শেরিফ নানা ফাঁদ পেতে ধরতে চাইল রবিনকে। কিন্তু তার কাছে ঘেঁষার সাহস কার আছে? রবিনের তির ছোড়া এত সূক্ষ্ম যে স্বয়ং ইংল্যান্ডের রাজা তাতেই মুগ্ধ হয়ে চলে আসেন তার আস্তানায়। নানা বাধা পার করে বেরিয়ে আসে রবিন। কিন্তু এবার এমন জালে বন্দী হলো, রবিন, সামনে মৃত্যুদণ্ড! এবার কীভাবে বাঁচবে সে?
এমন জমজমাট অ্যাডভেঞ্চার পাবে কাজী আনোয়ার হোসেন অনুদিত রবিনহুড উপন্যাসে।
লেখক: শিক্ষার্থী, মনিপুর উচ্চবিদ্যালয়
আরও পড়ুন