মালিনীছড়ার রহস্যময় গুহা

স্থান: সিলেট | ধরন: প্রাকৃতিক

চায়ের দেশ সিলেট। এ জন্যই একে বলা হয় দুটি পাতা আর একটি কুঁড়ির দেশ। পাহাড়ের ঢাল বেয়ে থরে থরে সাজানো চা-গাছের বাগান দেখতে হলে তোমাকে অবশ্যই সিলেটে যেতে হবে। পুরো সিলেট বিভাগেই চাগাছের মেলা বসে। সবচেয়ে বেশি চা হয় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে। শীতকালে চা-বাগানে কাদামাটি, পোকামাকড়, সাপ কম থাকে বলে শীতের মৌসুমেই চায়ের দেশে ঘোরাঘুরি করা উত্তম। বাংলাদেশের সবচেয়ে বড় চা-বাগান হলো ‘মালিনীছড়া চা-বাগান’, এখানে চা-বাগানের পাশাপাশি রয়েছে একটি রহস্যময় গুহা। মশাল, মোম বা টর্চ জ্বালিয়ে ঢুকতে হয় সেই বাদুড়ের রাজ্যে। আর আছে একটি চমৎকার পাহাড়ি ঝিরিপথ। চা-বাগানের ভেতরেই দেখা মিলবে চা-ফ্যাক্টরির, সেখানে হুমহাম করে প্রতিনিয়ত বানানো হচ্ছে চা। তবে চা-বাগান দেখতে হলে শ্রীমঙ্গলে যাওয়াই ভালো, সেখানে বোনাস হিসেবে রয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান এবং সতীশবাবুর চিড়িয়াখানা দর্শন। লাউয়াছড়া উদ্যানে দেখা মিলবে হাজার প্রজাতির উদ্ভিদের, দেশ-বিদেশ থেকে গবেষকেরা উদ্ভিদ নিয়ে গবেষণার জন্য এই বনে আসেন। আর এখানে রয়েছে বনের মাঝ দিয়ে চলে যাওয়া বাংলাদেশের একমাত্র অনিন্দ্যসুন্দর রেললাইন। এখানে হরিণ, বানর, উল্লুক, সাপসহ অনেক প্রাণীর দেখা মিলবে।

(কিশোর আলোর জানুয়ারি ২০১৫ সংখ্যায় প্রকাশিত)