আমি নবম শ্রেণিতে পড়ি। পরিবারের ছয় সদস্যের মধ্যে আমি সবার ছোট। সবাই আমাকে অনেক আদর করেন। কিন্তু পরিবারের সদস্যদের সঙ্গে আমার অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে। তাঁদের কারও সঙ্গে কোনো সমস্যা নিয়ে কথা বলতে ইচ্ছা হয় না। মেয়ে হওয়ার কারণে মা আমাকে অনেক সময় সন্দেহও করেন। অথচ আমি তাঁদের না বলে কখনো কিছু করি না। এখন প্রচণ্ড মনঃকষ্টে ভুগছি। কী করব বুঝতে পারছি না।
নাম প্রকাশে অনিচ্ছুক
উত্তর: তোমার মনঃকষ্টের কারণটা আমি বুঝতে পারছি। সম্পর্কে যখন দূরত্ব তৈরি হয়, তখন পরিবারের অন্যরাও ভুল বুঝতে থাকে। পরিবারে যদি একটা বন্ধুত্বপূর্ণ স্বতঃস্ফূর্ত পরিবেশ থাকে, তাহলে আলাপ-আলোচনার মাধ্যমেই এই ছোট ছোট অভিমান, দুঃখ-বেদনার জট খুলে যায়। এখানে পরিবারের ভূমিকাই প্রধান। তুমিও খোলাখুলিভাবে আলোচনা করে আশ্বস্ত করতে পারো যে তুমি সন্দেহ করার মতো কিছু করছ না। আশা করি তুমি সত্যিই বিশ্বস্ত থাকবে।
এই বিভাগে তোমরা তোমাদের মানসিক নানা সমস্যা, যা তোমার শিক্ষক, মা-বাবা বা অন্য কাউকে বলতে পারছ না, তা আমাদের লিখে পাঠাও। পাঠানোর ঠিকানা—মনোবন্ধু, কিশোর আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল করতে পারো [email protected]-এই ঠিকানায়। ইমেইলে পাঠাতে হলে সাবজেক্টে লিখবে - ‘মনোবন্ধু’, তারপর তোমার সমস্যাটি ইউনিকোড ফরম্যাটে লিখে পেস্ট করে দেবে মেইলের বডিতে। নাম, বয়স লিখতে ভুলবে না। তোমার সমস্যা বোঝার ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ।