আমি অষ্টম শ্রেণির একজন ছাত্র। পড়তে বসলেই অন্যান্য ব্যাপারে চিন্তা হয়। ফলে পরীক্ষায় যথাসাধ্য চেষ্টা করেও ভালো ফল হয় না। সামনে আমার জেএসসি পরীক্ষা, খুবই চিন্তায় আছি।
মো. মমিনূর রহমান
উত্তর: ধরো একজন পর্বতারোহী পাহাড়চূড়ায় ওঠার চেষ্টা করল এবং চূড়ায় ওঠার আগেই সিদ্ধান্ত নিল আমি চেষ্টা করেছি, কিন্তু পারি না। তাহলে কি সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে? চেষ্টা কথাটা বাদ দিয়ে নিজেকে বলো আমি পরীক্ষায় ভালো করব। ভালো ফলের জন্য প্রথমে একটা পরিকল্পনা করে নিতে হবে। এখন তুমি কোন অবস্থানে আছ, নিজেকে কোন অবস্থানে দেখতে চাও—সবটাই পরিকল্পনা করে রুটিন করে লেখাপড়া শুরু করে দাও। ঠিকই তুমি ভালো ফল করবে।
এই বিভাগে তোমরা তোমাদের মানসিক নানা সমস্যা, যা তোমার শিক্ষক, মা-বাবা বা অন্য কাউকে বলতে পারছ না, তা আমাদের লিখে পাঠাও। পাঠানোর ঠিকানা—মনোবন্ধু, কিশোর আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল করতে পারো [email protected]-এই ঠিকানায়। ইমেইলে পাঠাতে হলে সাবজেক্টে লিখবে - ‘মনোবন্ধু’, তারপর তোমার সমস্যাটি ইউনিকোড ফরম্যাটে লিখে পেস্ট করে দেবে মেইলের বডিতে। নাম, বয়স লিখতে ভুলবে না। তোমার সমস্যা বোঝার ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ।