ভার্চ্যুয়াল জগৎ
কোয়ারেন্টিনে অনলাইন ক্লাস করা শিক্ষার্থীদের মধ্যে আমিও একজন। বন্ধুদের সঙ্গে গল্প করে ক্লাস করা আর ঘরে বসে অনলাইনে নিজে নিজে ক্লাস করার মধ্যে অনেক পার্থক্য। হঠাৎ একটি জিনিস মনে হলেই সঙ্গে সঙ্গেই বলতে পারছি না পাশের বন্ধুটাকে। হঠাৎ মিস হাসির কথা বললে পারব না সবাই মিলে হাসতে। শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে হাসতে হবে একা একা। বন্ধুরা বুঝবে না আমি হাসছি, তাই তারাও পারবে না সমস্বরে হাসতে। আর যদিও বা বোঝাতে হয় হাসছি, তবে হয় কমেন্ট, নয়তো ইমোজি দিয়ে বোঝাতে হবে। বাস্তব অনুভূতি ছেড়ে চলে আসতে হচ্ছে ভার্চ্যুয়াল জগতে। এভাবেই অনলাইনে ক্লাস করে চলে যাচ্ছে দিন। এ ছাড়া বিভিন্ন কবিতা ও গল্পের বই পড়ে সময় কাটাচ্ছি। দেখছি বিভিন্ন মুভি।
লেখক : সপ্তম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা