স্থান: বান্দরবান | ধরন: প্রাকৃতিক, অ্যাডভেঞ্চার
যারা অ্যাডভেঞ্চারপ্রিয়, তাদের জন্য বান্দরবান খুলে বসে আছে রহস্য আর সৌন্দর্যের দরজা। এখানে মানুষ এসে ফিরে যায় চোখজোড়া মুগ্ধতা নিয়ে। পাহাড়ের ২ হাজার ৭০০ ফুট ওপরে যে বগা লেক, ধারণা করা হয় কোনো এক সময় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে এর জন্ম। এই লেকের পানি কখনোই কমে না, সারা বছর ধরেই টলটলে পরিষ্কার থাকে। বান্দরবান শহর থেকে রুমা উপজেলায় আসতে হয় ‘চাঁদের গাড়ি’ করে। একেবারে আকাশ ঘেঁষে চলা এই গাড়িগুলো যারা চালায় তাদের শ্রদ্ধা করা ছাড়া গতি নেই কারও। এখানে আসার জন্য হাঁটার প্রস্তুতি নিয়ে আসতে হবে, যাকে বলে পাহাড় ডিঙানো হাঁটা। থাকতে হবে উপজাতীয়দের বাসায়, দেখতে পাবে তাদের সংস্কৃতি, জীবনযাপন। বগা লেক নিজেই সৌন্দর্যের এক কারখানা, এর কাছেই রয়েছে কাগজে-কলমে এখনো বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কেওক্রাডং, আর বাংলাদেশের অন্যতম সুন্দর পাহাড়ি ঝরনা ‘জাদিপাই ঝরনা’। বন্ধুদের নিয়ে একটা ছোট দল করে অনায়াসে দু-তিন দিনের জন্য ঘুরে আসতে পারো এই মেঘ পাহাড়ের দেশ থেকে।