আমি দশম শ্রেণিতে পড়ি। আমি ক্লাসের একটি মেয়েকে খুব পছন্দ করি। তবে মেয়েটির সঙ্গে আমি খুব কম কথা বলি। একদিন আমি উত্তেজনাবশত মেয়েটিকে প্রপোজ করি, কিন্তু মেয়েটি আমার প্রস্তাবে সাড়া দেয়নি। তারপর থেকে বেশ কদিন মন খারাপ ছিল। কিন্তু আমি মেয়েটির সঙ্গে কথা বলতে চাই ক্লাসে, তবু কেন জানি মেয়েটি আমার সঙ্গে কথা বলে না। মেয়েটিকে আমার খুব পছন্দ। তার সঙ্গে কথা না বললে আমি থাকতে পারি না, কিছু ভালো লাগে না। তার কথা ভাবলে খুব কষ্ট পাই। এমনকি আগের তুলনায় পড়াশোনাতেও মন বসে না। এখন আমি কী করব, কী করা উচিত আমার? যত তাড়াতাড়ি সম্ভব আমাকে সমাধান দিন।
ইশরাক আকিফ
উত্তর: এই বয়সে কাউকে ভালো লাগতেই পারে এবং প্রপোজ করে তুমি সাহসিকতার পরিচয় দিয়েছ। এখন বুদ্ধিমানের মতো কাজ হবে, মেয়েটির আচরণ মেনে নেওয়া। কারণ, সফল প্রেম বা ভালোবাসা বিষয়টি দ্বিপক্ষীয়। সে যদি তোমার প্রস্তাবে সাড়া না দেয়, তবে বিষয়টি নিয়ে তাকে দোষারোপ করার কিছু নেই। তোমারও হতাশ হওয়ার কিছু নেই। তোমার ভালো লেগেছে, তার হয়তো লাগেনি বা সে হয়তো এখন বিষয়টির জন্য প্রস্তুত নয়। তোমার কাজ হবে তার মতকে সম্মান করা। আর তুমি দশম শ্রেণিতে পড়ছ। তোমার জন্য সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আবেগকে নিয়ন্ত্রণ করে এখন তোমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে পড়ায় মন দেওয়া, নিজেকে প্রস্তুত করা। যেহেতু তুমি মেয়েটিকে প্রপোজ করেছিলে, তাই সে এখন তোমার সঙ্গে কথা বলতে সংকোচ বোধ করছে। তার সংকোচ বোধকে সম্মান জানাও। সংকোচ কাটলে সে নিজেই তোমার সঙ্গে কথা বলবে।
এই বিভাগে তোমরা তোমাদের মানসিক নানা সমস্যা, যা তোমার শিক্ষক, মা-বাবা বা অন্য কাউকে বলতে পারছ না, তা আমাদের লিখে পাঠাও। পাঠানোর ঠিকানা—মনোবন্ধু, কিশোর আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল করতে পারো [email protected]-এই ঠিকানায়। ইমেইলে পাঠাতে হলে সাবজেক্টে লিখবে - ‘মনোবন্ধু’, তারপর তোমার সমস্যাটি ইউনিকোড ফরম্যাটে লিখে পেস্ট করে দেবে মেইলের বডিতে। নাম, বয়স লিখতে ভুলবে না। তোমার সমস্যা বোঝার ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ।