রাজধানী ঢাকার একটি এলাকা চৌধুরীপাড়া। এ পাড়ার দুষ্টু ছেলের দলে আছে সুজা, সুনির্মল, প্রদীপ আর আকবর। বয়স বেশি হওয়ায় তাদের অলিখিত লিডার হলো শাহজাহান। এমন সময় এ পাড়ায় ভাড়াটে হিসেবে এল নতুন একটি ছেলে। ছেলেটার নাম দিলু। শাহজাহান ভাই আর তার দলবল সিদ্ধান্ত নিয়ে ফেলল যে দিলুকে কিছুতেই পাত্তা দেওয়া যাবে না। দলে নেওয়া তো দূরের কথা। কিন্তু দিলুও যে কম যায় না। চতুর দিলু কীভাবে যেন সব বুঝে ফেলল এবং দলে ভিড়তে আশ্রয় নিল অদ্ভুত সব কাণ্ডকারখানা আর কৌশলের। এমনভাবে সব করল যে তাকে দলে না নিয়ে উপায় ছিল না কারও। এরপর থেকে পাড়ায়, স্কুলে বা পাড়ার বাইরে ঘটতে থাকল মজার সব ঘটনা। আর এসব ঘটনার নায়ক হলো দিলু। শাহজাহান ভাইও বারবার দিলুর বুদ্ধির কাছে পরাজিত হতে লাগল। সেসব ঘটনা পড়তে গিয়ে হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে পাঠকের। রাহাত খানের লেখা এ গল্প অনেক আগে প্রকাশিত হলেও পাঠকদের কাছে এর আবেদন একটুও কমেনি। তাই মজার বইটি পড়ে দেখতে পারো।