স্থান: তাহিরপুর, সুনামগঞ্জ | ধরন: প্রাকৃতিক
স্বচ্ছ পানির হাওর টাঙ্গুয়ার হাওর। মেঘালয়ের পাহাড় ঘেঁষে পড়ে থাকা এই হাওর নিজেই যেন একটি চকচকে আয়না। এর স্বচ্ছ পানির নিচে তাকালে অনায়াসেই ২৫-৩০ ফুট তলদেশ দেখা যায়, দেখা যায় মাছ আর বড় বড় গাছের গোড়া। বর্ষাকালে আশপাশের ১৭৩টা হাওর মিলেমিশে একাকার হয়ে এটা হয়ে ওঠে আরেকটা সাগর, কী ঢেউ সেখানে, কী প্রতাপ তখন তার! আর শীতকালে পানি কমে গিয়ে এখানে তৈরি হয় মাছেদের বিশাল মেলা। চারপাশের হিজল আর করচ গাছ দিয়ে এই হাওরটি ঘেরা। শীতে এখানে বসে অতিথি পাখির মেলা। টাঙ্গুয়ার হাওর ইউনেসকো ঘোষিত রামসার সাইট, এখানে সকল প্রকার পাখি ও মাছ মারা নিষেধ। তাই এখানের জীববৈচিত্র্য অন্য সব জায়গার চেয়ে আলাদা।
টাঙ্গুয়ার হাওর ঘেঁষে মেঘালয়ে পাহাড়ে গড়ে উঠেছে কয়লা ও চুনাপাথরের খনি, সেগুলো দেখতে দেখতে চলে যাওয়া যায় বারিক্কাটিলায়, এখানে একমাত্র একটি টিলাই বাংলাদেশের ভেতরে পড়েছে। আর রয়েছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর নদীগুলোর মধ্যে একটি ‘জাদুকাটা নদী’। ঢাকা থেকে সুনামগঞ্জে গাড়ি দিয়েই যাওয়া যায়, সেখান থেকে হাসন রাজার বাড়ি পার হয়ে মোটরসাইকেল বা লেগুনা দিয়ে চলে যেতে হয় টেকেরঘাটে। এরপর নৌকা দিয়ে হাওরে ঘোরা যায়। সঙ্গে করে লাইফজ্যাকেট নিয়ে যেতে হবে অবশ্যই।