স্থান: সাভার, ঢাকা | ধরন: প্রাকৃতিক, অতিথি পাখি
এই হিম হিম কুয়াশাভেজা সকালে অতিথি পাখি দেখতে চাইলে ঢাকার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলো সবচেয়ে ভালো জায়গা। সারা দিন পাখির কলতানে মুখরিত এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হ্রদ। সরালি, জলপিপি, কালিম, ডাহুক, হট্টিটি, রঙ্গিলা চ্যাগা, শামুক খোলসহ নানা ধরনের অতিথি পাখির মেলা বসে এখানে। তোমরা চাইলেই বন্ধুদের নিয়ে খুব অল্প সময়ে ঘুরে আসতে পারো এই পাখির আবাসস্থল থেকে। ঢাকার গাবতলী থেকে অনেকগুলো বাসই সাভার হয়ে আরও উত্তর দিকে চলে যায়, পথিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নামিয়ে দেবে। বিশ্ববিদ্যালয়ের বটতলা নামক জায়গায় দুপুরের খাবারের ভালো ব্যবস্থা আছে। মাছ, মাংস, ভর্তা দিয়ে খুব আরাম করে খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে বন্ধুদের নিয়ে আবারও ছড়িয়ে পড়তে পারো প্রকৃতির এই বাগানে। জাহাঙ্গীরনগরের খুব কাছেই নবীনগরে আমাদের জাতীয় স্মৃতিসৌধ, হাতে একটু সময় নিয়ে সেখান থেকেও ঘুরে এসো।
পাখি দেখতে গিয়ে চিৎকার-চেঁচামেচি করা যাবে না। আর অপচনশীল কোনো কিছু পানিতে ফেলা যাবে না। এই জায়গাটা পাখিদের অভয়ারণ্য বলেই তারা এখানে প্রতিবছর বেড়াতে আসে, কাজেই তাদের বিরক্ত করা যাবে না।