সম্প্রতি প্রকাশিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে লেখা গ্রাফিক নভেল ‘মুজিব’-এর নবম ও দশম পর্ব। দশম পর্বটিই এই সিরিজের শেষ পর্ব, নাম ‘মুক্তির পথে’। কমিকসের নাম ‘মুক্তির পথে’ পর্বটি শুরু হয়েছে বঙ্গবন্ধুর কারাবরণের সিদ্ধান্ত দিয়ে। নীতিতে যিনি স্বচ্ছ, দেশপ্রেমে যিনি অনুসরণীয়, সাহসে যিনি নির্ভীক, কেমন করে তিনি মানবেন পালিয়ে বেড়ানো? তাই আলী আমজাদ সাহেবের বাড়িতে ঠিক হয় আগামী দিনের পরিকল্পনা। তবে কি সে পরিকল্পনাতেই বপন হয়েছিল মুক্তির বীজ? জানতে হলে পড়তে হবে কমিকসটি।
১৯৬৭ সাল। ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী এক নির্ভীক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সামনের খোলা জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে তাঁর মনে পড়ল, একটি নাম—হোসেন শহীদ সোহরাওয়ার্দী। প্রিয়জনদের অনুরোধ ফেলতে পারলেন না। তিনি লিখতে শুরু করলেন।
গ্রাফিক নভেল ‘মুজিব’-এর শুরুটা এভাবেই। প্রকাশ করেছে সিআরআই।
দশ পর্বের এই গ্রাফিক নভেল যেন এক জীবন্ত চলচ্চিত্র। পরতে পরতে চোখের সামনে ভেসে ওঠে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির শৈশব। চোখ অপারেশনে ভয় পাওয়া সেই ছেলেটিই মৃত্যুভয়কে উপেক্ষা করেন বারবার। তাঁর স্কুল, ফুটবলপ্রীতি, কিশোরসুলভ অভিমান, কলেজজীবন, সামাজিক দায়, দুর্ভিক্ষ, সাম্প্রায়িক দাঙ্গা, হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে ষড়যন্ত্র থেকে বের করে আনা, ভাষা আন্দোলন, ছাত্রজীবন শেষ হতেই ছাত্রলীগ থেকে সরে যাওয়া, কারাবাস—সবকিছুই কমিকসে ফুটে উঠেছে দারুণভাবে। এসেছে শেরেবাংলা এ কে ফজলুল হক, মাওলানা ভাসানীসহ শত্রু-মিত্র অনেক নেতা-কর্মীর কথা—ছবি আর গল্পের বন্ধনে।
অজপাড়াগাঁয়ের দুরন্ত ছেলেটি কীভাবে হয়ে উঠলেন একটি জাতির জনক, তা সহজে জানতে হলে, খুলতে হলে বন্ধ মনের জানালা, অবশ্যই পড়তে হবে দশ পর্বের এই সিরিজ।