এসএসসি পরীক্ষা শেষ হয়েছে বেশ কিছু দিন হলো। বাসা থেকে শেষ বের হয়েছিলাম ১৩ মার্চ। তারপর থেকে বাসায়ই আছি। পড়াশোনার চাপ তো এখন নেই। তাই কিছুটা অলসতার সঙ্গে আমার দিন কাটছে। অনেকগুলো গল্পের বই ইতিমধ্যে পড়ে ফেলেছি। পুরোনো কিআগুলো বের করে রিভিশন দিচ্ছি। তা ছাড়া সিনেমা দেখা, গান শোনা (গান শুনতে শুনতে আবার একটু নাচানাচি করা), ওয়েব সিরিজ দেখা এসব করেই সময় যাচ্ছে। টেন মিনিট স্কুলের কল্যাণে মাঝেমধ্যে ওপরের ক্লাসের পড়াশোনা একটু দেখছি। তা ছাড়া বন্ধু, কাজিনদের সঙ্গে গ্রুপ ভিডিও কলে কথা হয়। আর বাকি সময় এটা–সেটা ভাবতে ভাবতেই চলে যায়। একটি সুন্দর অভিজ্ঞতার কথা বলি। সেদিন ভোর হওয়ার আগেই আমার ঘুম ভেঙে গিয়েছিল। আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। দেখলাম একটু একটু করে চারদিক আলোকিত হচ্ছে। বহুতল বিল্ডিংগুলোর মাঝখানে সুন্দর এক টুকরা আকাশ দেখা যাচ্ছে। পাখির কিচিরমিচিরও শুরু হলো। ঠান্ডা আরামদায়ক হাওয়া আসছে। অন্য রকম মিষ্টি গন্ধ। সেদিন অনেকটা সময় বারান্দায় দাঁড়িয়ে কাটালাম। অন্যদের মতো আমারও ঘরে থাকতে সে রকম ভালো লাগছে না। কিন্তু সচেতন নাগরিক হিসেবে সবাইকে কিছু নির্দেশনা মেনে এখন ঘরে থাকতে হবে। আমরা সবাই চাই, যত দ্রুত সম্ভব আগের অবস্থা ফিরে আসুক। আমাদের মিলিত প্রচেষ্টায় সেটা অবশ্যই সম্ভব হবে।