স্থান: ভাওয়াল, গাজীপুর | ধরন: প্রাকৃতিক
গাছের নিবিড় আলিঙ্গন যাদের পছন্দ, প্রকৃতির সঙ্গে যারা আরও একটু ভালোমতো মিশে থাকতে চায়, তাদের জন্য ঢাকার খুব কাছের বন-বনানীর জায়গা হলো গাজীপুরের শালবন। বন্ধুদের নিয়ে সকালে রওনা দিয়ে আবার বিকেলের মাঝেই ফেরত আসা যায় এই অরণ্য থেকে। বলা হয়ে থাকে, মাত্র ৩০ বছর আগেও এই বনে বাঘ ঘুরে বেড়াত, কালক্রমে মানুষের বসতি স্থাপন এবং গাছ কাটার ফলে অনেক পশুপাখিই হারিয়ে ফেলেছে তাদের নিশ্চিন্তের জায়গাটুকু। এই বনে দেশের সবচেয়ে বেশি শালগাছ রয়েছে। বনের ভেতর রয়েছে কিছু বড় বড় দিঘি। ছোটবেলায় পড়া বনভোজনের সব আয়োজনই এখানে আছে, চাইলে সবাই মিলেই বনভোজনে এখানে চলে আসতে পারো। এই বনে প্রচুর পাখি আছে, পাখিগুলোকে বিরক্ত করা যাবে না, বনের দিঘিগুলোতে ময়লা-আবর্জনা ফেলা যাবে না। সবচেয়ে বড় কথা বনের গাছের ডালপালা ভাঙা বা নষ্ট করা যাবে না।
ঢাকা থেকে ময়মনসিংহের বাসে উঠে বললেই হবে শালবনের গেটে নামিয়ে দেবে। অথবা যেকোনো গাড়ি দিয়ে গাজীপুর চৌরাস্তায় নেমে সেখান থেকে আলাদা টেম্পোতে করে শালবনে চলে যাওয়া যাবে।