আমি কিছু মানসিক সমস্যায় ভুগছি। যেমন:
রাতে ঘড়িতে অ্যালার্ম দেওয়ার পরও বারবার (অন্তত ৫০ বার) আমি ঘড়ি চেক করি, অ্যালার্ম দিলাম কি না। কেন জানি মনে হয় অ্যালার্ম দেইনি।
আমার বয়স ১৭। আমি ১৪-১৫ বছর আগের কথাও স্পষ্ট মনে করতে পারি। কিন্তু কিছুক্ষণ আগের ঘটনা মনে থাকে না।
খুব দুঃখ-কষ্টেও আমি কাঁদি না। কিন্তু সামান্য বিষয়েও হঠাৎ কান্না পায়।
এগুলোর কি কোনো মানসিক রোগের লক্ষণ?
নাম প্রকাশে অনিচ্ছুক
উত্তর: তুমি ঘড়িতে এলার্ম দেওয়া নিয়ে যে যাচাইবাছাইয়ের কথা নির্দিষ্ট সংখ্যা দিয়ে লিখেছ, তা স্বাভাবিকের চেয়ে বেশি মনে হচ্ছে। আরও কিছু আবেগপ্রবণ অসংলগ্নতার কথা লিখেছ, যা তোমার নিয়ন্ত্রণে নেই। তুমি একজন অভিজ্ঞ মনোরোগ চিকিৎসকের পরামর্শ নিতে পারো।
এই বিভাগে তোমরা তোমাদের মানসিক নানা সমস্যা, যা তোমার শিক্ষক, মা-বাবা বা অন্য কাউকে বলতে পারছ না, তা আমাদের লিখে পাঠাও। পাঠানোর ঠিকানা—মনোবন্ধু, কিশোর আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল করতে পারো [email protected]-এই ঠিকানায়। ইমেইলে পাঠাতে হলে সাবজেক্টে লিখবে - ‘মনোবন্ধু’, তারপর তোমার সমস্যাটি ইউনিকোড ফরম্যাটে লিখে পেস্ট করে দেবে মেইলের বডিতে। নাম, বয়স লিখতে ভুলবে না। তোমার সমস্যা বোঝার ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ।