আমি একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমি মা-বাবার কাছে কখনো জামাকাপড়, মজার মজার খাবার বা অন্য কিছু আবদার করি না। কিন্তু প্রত্যাশা করি যে আম্মু-আব্বু ওটা এনে দেবে, আমার বলার আগেই তারা বুঝে নেবে। কিন্তু যখন এনে দেয় না, তখন মন খারাপ হয়।
মুকাররামা আবতাহী
উত্তর: মনের কথা সারাজীবন মনে থাকলে বাবা-মা এই প্রত্যাশার কথা জানবেন কেমন করে? তুমি যে তোমার প্রত্যাশার কথা আমাকে বলতে পেরেছ এটাও একধরনের উত্তরণ। সে জন্য তোমাকে ধন্যবাদ। কখনো কখনো আবদার করতে হয়। খেয়াল রাখতে হবে, সেই প্রত্যাশা যেন বাবা-মায়ের সামর্থ্যের মধ্যে থাকে।
এই বিভাগে তোমরা তোমাদের মানসিক নানা সমস্যা, যা তোমার শিক্ষক, মা-বাবা বা অন্য কাউকে বলতে পারছ না, তা আমাদের লিখে পাঠাও। পাঠানোর ঠিকানা—মনোবন্ধু, কিশোর আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল করতে পারো [email protected]-এই ঠিকানায়। ইমেইলে পাঠাতে হলে সাবজেক্টে লিখবে - ‘মনোবন্ধু’, তারপর তোমার সমস্যাটি ইউনিকোড ফরম্যাটে লিখে পেস্ট করে দেবে মেইলের বডিতে। নাম, বয়স লিখতে ভুলবে না। তোমার সমস্যা বোঝার ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ।