আমার ধৈর্য খুব কম। সবার সঙ্গে খুব কম মেলামেশা করি। কোনো বিষয়ে অকৃতকার্য হলে সেই রাগটা অন্যজনের ওপর মেটাই। এ জন্য বন্ধুদের সঙ্গে মাঝেমধ্যে আমার একটা দূরত্ব তৈরি হয়। কারও সাফল্য দেখলে আমি নিজের দুর্বল দিকগুলোর উন্নয়ন না করে প্রতিশোধ নিতে চাই এবং আমার মনে হয়, এই কারণে আমি ভবিষ্যতে অপরাধের দিকে ধাবিত হতে পারি।
মোর্শেদা জাহান
উত্তর: তোমার সামাজিক দক্ষতা আরও বাড়াতে হবে। মনে রাখবে, জীবনে সফলতার মতো ব্যর্থতাও আরেকটি অনুষঙ্গ। ব্যর্থতাকে সহজভাবে গ্রহণ করে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে। মনে রাখবে, ব্যর্থতায় হতাশ হলে পরবর্তী সময়ে সফল হওয়া কিন্তু কঠিন হয়ে যাবে। আর রাগ নিয়ন্ত্রণ করতেই হবে, না হলে সামাজিকভাবে তুমি একা হয়ে যাবে। অপরের সাফল্যকে উদ্যাপন করতে হবে। আরেকজনের সাফল্যের পথ থেকে শিক্ষা গ্রহণ করো। কারও প্রতি ঈর্ষাপরায়ণ না হয়ে নিজেকে তৈরি করার জন্য সচেষ্ট হও। ভবিষ্যতে অপরাধের দিকে ঝুঁকবে বলে কেন মনে করছ—এই যে তুমি নিজের দুর্বল দিকগুলো কাটিয়ে উঠে আমাদের কাছে সাহায্য চাইছ—তাতেই প্রমাণ হয়, তুমি অত্যন্ত ইতিবাচক চরিত্রের অধিকারী। নিজের ওপর বিশ্বাস রাখো আর নিজেকে গড়ে তোলো।
এই বিভাগে তোমরা তোমাদের মানসিক নানা সমস্যা, যা তোমার শিক্ষক, মা-বাবা বা অন্য কাউকে বলতে পারছ না, তা আমাদের লিখে পাঠাও। পাঠানোর ঠিকানা—মনোবন্ধু, কিশোর আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল করতে পারো [email protected]-এই ঠিকানায়। ইমেইলে পাঠাতে হলে সাবজেক্টে লিখবে - ‘মনোবন্ধু’, তারপর তোমার সমস্যাটি ইউনিকোড ফরম্যাটে লিখে পেস্ট করে দেবে মেইলের বডিতে। নাম, বয়স লিখতে ভুলবে না। তোমার সমস্যা বোঝার ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ।