জলবায়ু পরিবর্তনের এই সময়ে তুমি যা করতে পারো
যতটুকু সম্ভব কম বিদ্যুৎ ও জীবাশ্ব জ্বালানি ব্যবহার করো, যেমন অল্প দূরত্বে গাড়ির বদলে সাইকেল চালানো। সম্ভব হলে ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহনে চলাচল করো।
তোমার খাবার কত দূর থেকে আসে, খুঁজে বের করে অল্প দূরত্বের খাবার খাও। যেমন যে চিপস দেশের বাইরে থেকে আসে, সেটার জন্য পরিবহন জ্বালানি বেশি লাগে।
এক কেজি গরুর মাংস উৎপাদনে ৫ হাজার থেকে ২০ হাজার লিটার পানি খরচ হয়। কোন খাবারে কতটুকু পানি খরচ হয়, খুঁজে বের করে কম পানি খরচ করার পরিকল্পনা করো।
প্রয়োজনের অতিরিক্ত পোশাক কেনার আগে ভাবো। কারণ, একটা সুতির টি–শার্ট বানাতে বিভিন্ন ধাপে খরচ হয় ২ হাজার ৭০০ লিটার পানি।
কার্বন ফুটপ্রিন্ট নিয়ে সচেতন হও। তোমার কাজকর্মের ফলে যে পরিমাণ কার্বন নিঃসরণ হয়, সেটাই তোমার কার্বন ফুটপ্রিন্ট।
গাছ কাটতে বাধা দাও, নতুন গাছ লাগালে সেটার যত্ন করো জীবনভর।
কেউ অপ্রয়োজনে আগুন জ্বালালে তাকে নিরুৎসাহিত করো।
কার্বন নিঃসরণের দায় নিয়ে জানো, নিজের ভবিষ্যৎকে সুরক্ষা দিতে এ নিয়ে সরব হও। মনে রেখো, এখনকার শিশুর ভবিষ্যৎ নির্ভর করে এখন বড়রা কী করছে, পরিবেশের কোন অবস্থা রেখে যাচ্ছে।