‘খাটের তলায় কে’ গল্পটি পড়া শেষ করে ঘুমাতে পারিনি

প্রিয় কিআ,

জুলাই সংখ্যার গল্পগুলো অসাধারণ ছিল! রাতের বেলায় ‘খাটের তলায় কে’ গল্পটি পড়া শেষ করে ঘুমাতে যাব, হঠাৎ মনে হলো, আমার খাটের নিচেও তো থাকতে পারে কোনো অশরীরী-বিদেহী আত্মা। ভয়ও পেয়েছিলাম সে রাতে খুব। পরে সকালবেলা উঠে বুঝতে পারলাম, আমার ভয়টা ছিল নিতান্তই অমূলক। কেননা, আমার ঘরের খাটটি হলো বক্স খাট। জুলাই সংখ্যার গল্পের সঙ্গে ছবিগুলো ছিল একটু অন্য রকম। ছবিগুলো দেখতে বাস্তব মনে হলেও কেন জানি মনে হচ্ছিল, এর মধ্যে কিছু একটা নেই! পরে বুঝতে পারলাম, এআই আর্ট দেখেই হয়তোবা ছবিগুলোকে প্রাণহীন মনে হচ্ছিল।

নওশীন

নবম শ্রেণি, ইস্পাহানি বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়, ঢাকা

আরও পড়ুন

কিআ: এখান থেকে আমরা কী শিখলাম? ভূতের গল্প পড়ার পর বক্স খাটে ঘুমিয়ে পড়তে হবে। কিন্তু বক্স খাট যদি না থাকে? সে ক্ষেত্রেও একটা বুদ্ধি আছে। ধরো, তোমার বাসায় বক্স খাট নেই। গল্প পড়া শেষ করে তুমি নিজেই খাটের নিচে ঘুমিয়ে পড়তে পারো। সে ক্ষেত্রে ভূত এলে জায়গা পাবে না। অথবা ভূত নিজেই ভয় পেয়ে যেতে পারে। কথায় আছে, এক ঘরে দুই ভূত থাকতে পারে না। অলংকরণ নিয়ে তোমার মতামত গুরুত্বের সঙ্গে নিলাম। ভালো থেকো।

আরও পড়ুন