জগতের সব বাবা-মা তাঁদের সন্তানদের নিঃস্বার্থভাবে ভালোবাসেন এটা সত্য। সন্তান যে প্রতি মুহূর্তে তাঁদের অনুকরণ ও অনুসরণ করে, এটা বাবা-মায়েরা অসচেতনভাবেই ভুলে যান। তাঁদের মধ্যকার দ্বন্দ্ব্ব, ঝগড়া, বিবাদ, দূরত্ব সন্তানের জন্য কতটা ক্ষতির কারণ হতে পারে, তা তাঁরা অনুভব করতে পারেন না। এ অনাকাঙ্ক্ষিত অপ্রিয় অভিজ্ঞতায় শিশুরা প্রচণ্ড অনিশ্চয়তা ও নিরাপত্তার অভাব বোধ করে। এ ভীষণ অসহায়ত্ব, মনঃকষ্ট কিছুতেই তাকে ভালো রাখে না। তার লেখাপড়ার প্রতি মন উঠে যায়, পরীক্ষার ফলাফল খারাপ হয়।
ফলাফল খারাপ হলে সন্তানের যেমন মন খারাপ হয় তেমনি বাবা-মা উল্টো বকতে শুরু করেন। কিন্তু মূল কারণ খুঁজে দেখেন না। অভিভাবকদের বুঝতে হবে তাঁরা পৃথিবীতে সাদরে যে রাজপুত্র ও রাজকন্যাদের উদ্যাপন করে এনেছেন, তাদের প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে। তা না হলে এ দায় বহন করতে হবে বহুকাল। এ ক্ষেত্রে অভিভাবকেরা যদি পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে সন্তোষজনক সমাধানে পৌঁছাতে না পারেন, তাহলে অভিজ্ঞ কাউন্সেলরদের সাহায্য নেওয়া উচিত।