যে ৮টি জায়গায় ফোনে চার্জ দিলে বিপদ হতে পারে

বাসার বাইরে থাকার সময় ফোনের চার্জ ফুরিয়ে গেলে বেশ বিপদেই পড়তে হয়। বাসা থেকে ফোন করে তোমার খবর নিতে পারেন না অভিভাবকেরা। দুশ্চিন্তা করেন। ফোনটা বন্ধ হয়ে গেলে সবাই খোঁজেন, কোথায় চার্জ দেওয়া যায়? চার্জিং পয়েন্ট পেলে সবাই ফোন চার্জে লাগিয়ে দেন। পাবলিক চার্জিং স্টেশনের কথা বলছি। কোনো ওয়েটিং রুম, হোটেল, এমনকি কোনো দোকানেও সুযোগ পেলে আমরা ফোনে চার্জ দিয়ে নিতে চাই। এতে অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায় বলে মনে হতে পারে। সুযোগ পেলেই ফোনটা একটু চার্জ করে নেওয়াটা এখন অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এতে কিছু ঝুঁকি আছে।

পাবলিক জায়গায় ফোনে চার্জ দেওয়া ঝুঁকিপূর্ণ

পাবলিক জায়গায় ফোনে চার্জ দেওয়া কতটা ঝুঁকিপূর্ণ? পাবলিক চার্জিং পোর্ট ব্যবহার করলে কিছু সমস্যা তৈরি হতে পারে। ফ্যাথম সাইবারের সিইও ও ড্রেক্সেল ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি প্রফেসর জেমস গোপেল বলেছেন, ‘এসব চার্জিং স্টেশন আর ইউএসবি ডিভাইস সহজেই তোমার ফোনের অ্যাক্সেস অপরাধীদের দিয়ে দিতে পারে। ফোনে সফটওয়্যার ইনস্টল করে নিয়ন্ত্রণ হাতিয়ে নিতে পারে। তাই এসব জায়গায় ফোন চার্জ করার জন্য তোমার কখনোই সর্বজনীন ইউএসবি পোর্ট ব্যবহার করা উচিত নয়।’

যে জায়গায় চার্জ দেওয়া ঝুঁকিপূর্ণ

বিমানবন্দর

বিমানবন্দরে চার্জিং স্টেশন থাকে। যেখানে তুমি তোমার ফোনটি চার্জ করার জন্য রেখে দিতে পারো। কিন্তু অচেনা যন্ত্রের ওপর ভরসা করে বিপদ ডেকে এনো না। কাসাবা সিকিউরিটির ব্যবস্থাপনা পরিচালক জেসন গ্লাসবার্গ বলেন, ‘সাধারণত যেসব জায়গায় মানুষ ডিভাইসের নিরাপত্তা নিয়ে চিন্তা করে না, তাড়াহুড়ার মধ্যে থাকে, অপরাধীরা সেসব জায়গায় সুযোগ খোঁজে। তুমি যদি নিজের অ্যাডাপ্টর ও কেবল (তার) নিয়ে আসো, তবে এমন অসুবিধা থেকে রেহাই পাবে।

রেল স্টেশন

কক্সবাজার রেল স্টেশন
ফাইল ছবি

টেকনোলজি ব্রিফিং সেন্টারস ইনকরপোরেটেডের প্রেসিডেন্ট জ্যাক ভন্ডার হেইড বলেছেন, যাঁরা ইউএসবি পোর্ট ব্যবহার করে ফোন চার্জ করেন, তাঁদের ফোন থেকে তথ্য বের করার জন্য ইউএসবি পোর্টে তথ্য চুরির ব্যবস্থা থাকতে পারে। একে বলে ‘জুস জ্যাকিং’। যেমন কোনো অপরাধী বাস টার্মিনাল বা রেলস্টেশনে বিনা মূল্যে চার্জিং স্টেশন স্থাপন করতে পারে। যখন মানুষ তাদের ফোন ইউএসবি পোর্টে লাগায়, ফোন চার্জ হয়ে যাবে। তবে একই সঙ্গে ফোনের সংবেদনশীল তথ্যও কপি হয়ে যাবে।

হোটেল

অ্যালার্ম ঘড়ির সঙ্গে থাকা ইউএসবি পোর্টটি চার্জের জন্য খুব সহজ সমাধান মনে হতে পারে। তবে এখানেও তথ্য চুরির সম্ভাবনা থাকে। চার্জ হওয়ার পাশাপাশি ফোন বা ডিভাইস থেকে তথ্য পাচার হতে পারে।

ভাড়ায় চালিত গাড়ি

অ্যাপে ভাড়ায় চালিত গাড়ি ডাকে অনেকেই

ভাড়ায় চালিত গাড়িতে চড়ে যদি দেখো তোমার ফোনে চার্জ নেই, তবে ড্রাইভারকে ফোনটা দিয়ে চার্জ করে দিতে বলা ঠিক হবে না। চার্জ দেওয়ার এই সহজ সমাধান হয়ে উঠতে পারে বিপদের কারণ। তথ্য হাতিয়ে নেওয়ার মতো ম্যালওয়ার এখানে যুক্ত থাকতে পারে। গুরুত্বপূর্ণ তথ্য হাতছাড়া হতে পারে গাড়িতে চার্জ দেওয়ার কারণে।

পর্যটনকেন্দ্রে

পরিবারসহ ঘুরতে যাওয়ার সময় যদি হাতের ফোন চার্জের অভাবে বন্ধ হয়ে যায়, তাহলে ঘোরা তো হবে, কিন্তু ছবি তোলা হবে না। এ জন্য বেশ হতাশ লাগতে পারে। পারিবারিক ছুটিতে ফ্রি চার্জিং সুবিধাগুলো সহজ সমাধান মনে হতে পারে। কিন্তু সাবধান! এখানে লুকিয়ে থাকা সিস্টেম তোমার ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। দেখা যাবে, পরে গোপনে কেউ তোমার ক্যামেরা ও মাইক্রোফোন চালু করে তথ্য চুরি করার চেষ্টা করছে।

আরও পড়ুন

শপিং মল

শপিং মলে থাকা ইউএসবি চার্জিং হাব তোমার ফোনের সঙ্গে যুক্ত হতে পারে এবং তোমার কন্ট্রাক্ট লিস্ট, ই–মেইল ও টেক্সট মেসেজ, ভয়েস মেইল, ছবি এবং ভিডিও অন্য কোথাও পাঠিয়ে দিতে পারে। পাসওয়ার্ড, ব্যাংকিং তথ্য, ব্যক্তিগত পরিচিতিসহ ফোনে থাকা অন্যান্য তথ্যও কপি করতে পারে।

লাইব্রেরি

লাইব্রেরি
ফাইল ছবি: প্রথম আলো

লাইব্রেরিকে নিরাপদ জায়গা মনে হতে পারে। তবে নিজের পরিচিত বা নিয়ন্ত্রণের বাইরে থাকা কোনো ইউএসবি পোর্টে মুঠোফোন চার্জে দেওয়া উচিত নয়। পাবলিক চার্জিং স্টেশনে কেউ টেম্পারিং বা তথ্য চুরির জন্য ডিভাইস স্থাপন করেছে কি না, এটি জানার কোনো উপায় নেই। তাই তথ্য হারানোর ঝুঁকিতে পড়ার চেয়ে নিরাপদ থাকা ভালো।

কফি শপ

মাইক্রোসফটের সাবেক নির্বাহী ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ জে এডুয়ার্ডো ক্যাম্পোস বলেছেন, অপরাধীরা কফি শপ, বিমানবন্দর, লাউঞ্জ ও অন্যান্য পাবলিক জায়গায় ইউএসবি পোর্টের পাওয়ার সোর্সের মধ্যে রিডার ও ডাউনলোডার স্থাপন করে। তাই কোনো কফি শপে পানীয়তে চুমুক দেওয়ার সময় ডিভাইসটি চার্জ করতে থাকলে নিজের তথ্য চুরির জন্য উন্মুক্ত করে দিতে পারো।

নিজেকে রক্ষা করার উপায় কী

একটি ইউএসবি পোর্ট প্রটেক্টর বহন করা যায়। তথ্যের সুরক্ষা নিশ্চিত করে এই প্রটেক্টর। সর্বজনীন পাওয়ার স্টেশনের প্লাগ ব্যবহার করলে এই প্রটেক্টর ফোন বা ট্যাব হ্যাক হওয়া থেকে রক্ষা করে। আর প্রটেক্টর ব্যবহার না করলে এসব জায়গায় চার্জ না দিয়ে নিজের পাওয়ার ব্যাংক বহন করাই ভালো।

রিডার্স ডাইজেস্ট অবলম্বনে

আরও পড়ুন