স্থান: চুনারুঘাট, হবিগঞ্জ | ধরন: প্রাকৃতিক, অ্যাডভেঞ্চার
বলা হয়ে থাকে, বাংলাদেশের সবচেয়ে বেশি বন্য প্রাণীর অভয়ারণ্য এই বন। ঢাকা থেকে বাসে করে চার-পাঁচ ঘণ্টা সময়েই পৌঁছে যাওয়া যায় এখানে। বনে ঢোকার পর সহসাই দেখা মিলবে বানরের ঝাঁক, বাজপাখিদের ওড়াউড়ি, দলছুট বুনো হরিণসহ নানা ধরনের প্রাণী। এখানে কেউ পশুপাখিদের জ্বালাতন করে না, ফলে নিজের মতো করেই ওরা এখানে নিজেদের আবাস গড়ে তুলেছে। জায়গাটা লোকালয় থেকে অনেক দূরে হওয়ায় মানুষের কোলাহলও এখানে কম। পাশেই রয়েছে ভারতের সীমান্ত আর অনেকগুলো চা-বাগান। চাইলে বন্ধুদের নিয়ে সকাল ছয়টায় ঢাকা থেকে রওনা দিয়ে বন ঘুরে আবার সন্ধ্যা ছয়টার গাড়িতে ঢাকায় ফিরে আসা যায়। মাঝখানে কখন যে কেটে যাবে সারাটা দিন, টেরই পাবে না। স্মৃতির খাতায় জমা হবে অনেকগুলো আনন্দময় মুহূর্ত। এই বনে গেলে ফুলহাতা জামাকাপড় পরে যাওয়া ভালো, কারণ কিছু বুনো পোকা রয়েছে, যেগুলো কামড় দিতে পারে। আর এখানে চিৎকার চেঁচামেচিসহ এমন কোনো অযাচিত ব্যবহার বা আচরণ করা যাবে না, যাতে করে বনের পরিবেশের ক্ষতি হয়। এখানে একটি ওয়াচটাওয়ার রয়েছে, সেখানে উঠলে এক নজরে বনের অনেকটুকু অংশই দেখা যায়।