মাওয়া ঘাট

স্থান: মুন্সিগঞ্জ | ধরন: অ্যাডভেঞ্চার

মাওয়া মূলত একটি ফেরিঘাট। এই ঘাট দিয়ে ঢাকা থেকে খুলনা, বাগেরহাট ও বরিশালের গাড়িগুলো চলাচল করে এবং ফেরি দিয়ে মালামাল ও পণ্য পরিবহন হয়। পদ্মার আগ্রাসনে ভেঙে যাচ্ছে এই ঘাট, তাই প্রতিবছরই ঘাট সরিয়ে নিতে হচ্ছে। তবে মাওয়া ঘাট জনপ্রিয় অন্য কারণে, সেটা হলো ইলিশ মাছের জন্য। প্রতিদিন ঢাকা থেকে মানুষজন এখানে ইলিশ মাছ খেতে আসে, কারণ এখানে তাজা ইলিশ মাছ পাওয়া যায়। আর মাওয়ার ইলিশের স্বাদ অন্য যেকোনো জায়গার ইলিশের চেয়ে আলাদা। মাওয়া ঘাট থেকে স্পিডবোট দিয়ে কাওড়াকান্দি ঘাটে যাওয়া যায়, দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগব্যবস্থা অনেক বেশি সহজ এবং দ্রুততর। বন্ধুরা মিলে ইলিশ খেতে চাইলে ঢাকার গুলিস্তান থেকে ‘ইলিশ’ বাসে মাওয়ায় চলে যাওয়া যায়, সময় লাগবে ঘণ্টা খানেক বা তার একটু বেশি। এখানে নেমে ঘাটের যেকোনো এক দোকানে ঢুকে একটা আস্ত মাছ কিনে নিয়ে ভাজি করে দিতে বললেই তারা ভেজে দেবে, এরপর ভরপেট খেয়েদেয়ে কিছুক্ষণ পদ্মা নদী দেখে আবার শহরে ফিরে আসা যাবে।

(কিশোর আলোর জানুয়ারি ২০১৫ সংখ্যায় প্রকাশিত)