আমার বয়স ১৫ বছর। আমি যে স্কুলে পড়তাম, সেখানে আমার অনেক বন্ধু ছিল। তেমনি এলাকার মধ্যে আমার অনেক বন্ধু ছিল। কিন্তু গত কয়েক বছর বিভিন্ন কারণে (লড়াই, মারামারি, বড়াই ইত্যাদি) আমার কিছু বন্ধুর সঙ্গে বন্ধুত্ব ছিন্ন হয়েছে। এখন আমি তাদের সঙ্গে আবার বন্ধুত্ব করতে চাই। কিন্তু লজ্জায় তাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারছি না। কীভাবে আবার তাদের সঙ্গে বন্ধুত্ব করা যায়?
মো. মিনহাজুল আলী
উত্তর: তোমাকে অনেক ধন্যবাদ এই উপলব্ধির জন্য। কেউ নিজের ভুল বুঝে সত্যিই যদি কারও কাছে দুঃখ প্রকাশ করে, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। এতে বন্ধুত্বের বন্ধন দৃঢ় হয়। তুমি নিজ থেকে তাদের সঙ্গে কথা বলা শুরু করো।
এই বিভাগে তোমরা তোমাদের মানসিক নানা সমস্যা, যা তোমার শিক্ষক, মা-বাবা বা অন্য কাউকে বলতে পারছ না, তা আমাদের লিখে পাঠাও। পাঠানোর ঠিকানা—মনোবন্ধু, কিশোর আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল করতে পারো [email protected]-এই ঠিকানায়। ইমেইলে পাঠাতে হলে সাবজেক্টে লিখবে - ‘মনোবন্ধু’, তারপর তোমার সমস্যাটি ইউনিকোড ফরম্যাটে লিখে পেস্ট করে দেবে মেইলের বডিতে। নাম, বয়স লিখতে ভুলবে না। তোমার সমস্যা বোঝার ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ।