রেডিওর ব্যাপারে অনেক কিছু জানতে চাই

অলংকরণ: রেহনুমা প্রসূন

প্রিয় কিআ,

জন্মদিনের শুভেচ্ছা নিয়ো। আগেও জানিয়েছিলাম, কিন্তু তুমি আমার চিঠি ছাপলে না। তারপরও তোমার ওপর রাগ করিনি। কারণ, আমি তোমার চেয়ে বড় এবং আমি তোমাকে অনেক অনেক অনেক ভালোবাসি। কিন্তু এবার তোমাকে আমার একটা আবদার পূরণ করতে হবে। আবদারটা হলো, আমি রেডিও শুনতে ভালোবাসি। আর তাই আমি রেডিওর ব্যাপারে অনেক কিছু জানতে চাই। বিশেষ করে বিদেশি রেডিও স্টেশনগুলো সম্পর্কেও জানতে চাই। কিন্তু রেডিও স্টেশনগুলো নিয়ে তুমি তো কোনো ফিচার ছাপাও না কখনো। এবার কি একটু ছাপাবে? তাহলে আমি রেডিও স্টেশনগুলোর ব্যাপারে অনেক কিছু জানতে পারব।

অদিতি সাহা
অষ্টম শ্রেণি, জুনিয়র ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা

কিআ: রেডিও শোনা কিন্তু খুব ভালো একটা অভ্যাস। নানা ধরনের গান শুনতে শুনতে গানের রুচি তৈরি হয়। বিদেশের রেডিও নিয়ে সামনে অবশ্যই আমরা একটা ফিচার করব। কিন্তু তত দিন কি তুমি বসে থাকবে? http://radio.garden এই ওয়েবসাইটে গেলে বিশ্বের বিভিন্ন দেশের রেডিও শুনতে পাবে। তো শুনতে থাকো। ভালো থেকো।

প্রিয় কিআ,

তোমাকে একটা গল্প শোনাই। তোমাকে যখন আম্মু বাড়িতে নিয়ে এল, তখন আমার ছোট বোন ফোনে ইউটিউবে ভিডিও দেখছিল। কিন্তু তখন আমার ফোনের দরকার ছিল। কিন্তু সে কিছুতেই দিতে রাজি নয়। তারপর যখনই আমি বলেছি কিআ নিবি? তখনই সে ফোন ফেলে কিআ নিয়ে নিল। আর আমিও পেয়ে গেলাম ফোন। দুজনই খুশি হলাম। আমার বোন তোমাকে পড়তে খুব পছন্দ করে। আর হ্যাঁ, গত কিআর গল্পগুলো খুব মজার ছিল। এভাবেই সুন্দর সুন্দর গল্প ছাপাতে থাকো।

সিদ্দিক মো. বেহেস্তি নূর
ষষ্ঠ শ্রেণি, রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চাঁপাইনবাবগঞ্জ

কিআ: তোমার তো দেখি ভালোই বুদ্ধি। আশা করি, এবার ঘটবে উল্টো ঘটনা। দেখা গেল তোমার বোন এসে বলবে, ‘এই দেখো, কিআয় তোমার চিঠি ছাপা হয়েছে।’ তখন তুমি ফোন ফেলে কিআ নেবে আর ফোনের দখল নেবে তোমার বোন। দুজনই খুশি। ভালো থেকো তোমরা দুজন।

প্রিয় কিআ,

এবারের কিআ দারুণ ছিল। কুইজ বিভাগ বদলানো ভালোই হয়েছে। কুইজের বিভাগ বদলালে খুব ভালো লাগে। নতুন কুইজ। আর এবারের কুইজ আরও মজার। তাই তুমি প্রতিবছর কুইজের বিভাগ বদলাতে পারো। আর চিঠি পাঠানোর কি নির্দিষ্ট সময় আছে? যেকোনো সময় পাঠানো যাবে?

মানহা আফিয়া চৌধুরী
পঞ্চম শ্রেণি, আর কে লাইসিয়াম স্কুল, মৌলভীবাজার

কিআ: যাক, আমরা তো নতুন কুইজ নিয়ে বেশ চিন্তায় ছিলাম। কারণ, এবার আগের তুলনায় সঠিক উত্তর বেশ কম এসেছে। মনে হয়, আস্তে আস্তে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেবে সবাই। ও, চিঠি তুমি যেকোনো সময় পাঠাতে পারো, কোনো নির্দিষ্ট সময় নেই। তোমার যখন ইচ্ছা, তখন পাঠাতে পারবে।

প্রিয় কিআ,

তুমি জানো না আমি তোমার কত বড় ভক্ত। গত বছর নভেম্বর মাসে আমার বাবা তোমায় প্রথম নিয়ে আসে। সেই থেকেই আমি তোমার ভক্ত হয়ে গিয়েছি। তবে করোনার মধ্যে কিছুদিন গ্রামে থাকায় তোমাকে কাছে পাইনি। তবে এখন আবার শুরু করেছি। গত মাসের সংখ্যাটা অনেক মজার ছিল। আমি চাই, হ্যারি পটারকে নিয়েও কিছু ছাপানো হোক। আর জানো, আমি তোমার জন্য একটা গল্প লিখেছি। কিন্তু কীভাবে পাঠাব বুঝতে পারছি না! কারণ, আমার ল্যাপটপ বা কম্পিউটার নেই। না আছে ডাকে পাঠানোর ব্যবস্থা। আর কি কোনো উপায় আছে? বলো প্লিজ।

নুসরাত জাহান
সপ্তম শ্রেণি, ইসলামী আদর্শ উচ্চবিদ্যালয়, ঢাকা

কিআ: তুমি মুঠোফোনেও টাইপ করে গল্প পাঠাতে পারো। ডাক বা ই–মেইল ছাড়া আর আসলে কোনো উপায় নেই।

প্রিয় কিআ,

হুউউহ! হাফ সেঞ্চুরি! তবে খুশির নয়। দুঃখের। এই দিয়ে তোমার কাছে ৫১টি চিঠি পাঠিয়েছি। তুমি একটাও ছাপোনি। আর চিঠিতে বলা কাজ তো করোইনি‌‌‌। এর আগে আমার সব চিঠিতে বলেছি, পৃথিবীতে থাকা সবচেয়ে বিরল পশু, পাখি, মাছ, ফুল, ফল, গাছ এবং সবচেয়ে বিপজ্জনক পশু, পাখি, মাছ, ফুল, ফল, গাছ নিয়ে একটা কিছু ছাপতে। কিন্তু তুমি তো কিছুই করোনি। এবার তোমাকে ছাপতেই হবে। আর আমি তোমাকে পড়ে দাবা শিখেছি। তাই ধন্যবাদ। তুমি আমাকে 3×3×3 রুবিকস কিউব মেলানোর কিছু পদ্ধতি বলো। আমি বিগিনার পদ্ধতিটা পারি। আমি আরও রোক্স, সিফোপ, জেডজেড পদ্ধতি শিখতে চাই।

মো. জিহাদী ফারুক
অষ্টম শ্রেণি, ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, ঝিনাইদহ

কিআ: নাহ, খুব অন্যায় হয়ে গেছে। এতগুলো চিঠি না ছাপার শাস্তি হিসেবে রুবিকস কিউব নিয়ে যা যা ছাপতে বলেছ, তা-ই ছাপব বলে কথা দিচ্ছি। ভালো থেকো।