কিআ-পাগলের আবদার
প্রিয় কিআ,
তুমি জানো, তোমাকে চিঠি লিখতে গিয়ে আমাদের কেমন ঝগড়া লেগেছিল (আমরা বলতে আমাদের বিদ্যালয়ের অষ্টম শ্রেণির কিআ-পাগলরা)। আসলে আমাদের একেকজনের মাথায় একেক রকম আইডিয়া চলে এসেছিল তো, তাই। ওহ, আসল কথায় আসি, যে কারণে তোমাকে চিঠি লিখছি। আমাদের ক্লাসের কিআ-পাগলদের সবারই গোয়েন্দা-রহস্য অনেক ভালো লাগে। তুমি কি আমাদের জন্য গোয়েন্দা-রহস্য নিয়ে একটা সংখ্যা কিংবা ফিচার ছাপাবে? প্লিইইইইজ।
বি. দ্র.: চিঠিটা আমরা ক্লাসের ফাঁকে লুকিয়ে লিখেছি।
পুনশ্চ: আমাদের ক্লাসের এক কিআ-পাগল বলছিল, তুমি নাকি চিঠিটা ছাপাবে না। এই নিয়ে আমাদের মধ্যে আবারও ঝগড়া লেগে গিয়েছিল। তুমি ওকে ভুল প্রমাণ করে দাও প্লিইইইজ।
‘কিআ-পাগলস’-এর পক্ষে মিম ও ফিহা
অষ্টম শ্রেণি, পীরগঞ্জ কছিমননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পীরগঞ্জ, রংপুর
কিআ: যাও, ছাপলাম একটা সংখ্যা। পড়ে দেখো, কেমন লাগে।