পাখি নিয়ে সংখ্যা চাই

লাল গলা মেলা পেঙা পাখি। বিলুপ্ত প্রায় এ প্রজাতির পাখির দেখা পাওয়া যায় পাহাড়ের দুর্গম এলাকায়। কাউখালী, রাঙামাটি, ২৫ অক্টোবরছবি: সুপ্রিয় চাকমা

প্রিয় কিআ,

আমি তোমার একজন নিয়মিত পাঠক। আমার বন্ধু আতিবও তোমাকে নিয়মিত পড়ে। আমি যখন তোমাকে প্রথম পাই, তখন আমার বই পড়তে ভালো লাগত না। কিন্তু তোমাকে যখন পড়তে শুরু করলাম, তখন থেকে তোমাকে আর গল্পের মোটা বইকে আমি অল্প সময়েই শেষ করে ফেলতে শুরু করি। আমার বই পড়ার আগ্রহ বাড়ানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর আমার পোষা প্রাণীদের মধ্যে আমি পাখি অনেক পছন্দ। কারণ, আমি আগে কয়েকটি পাখিকে বড় করেছি। আমার প্রিয় পাখি সানকুনুর। আমি চাই তুমি পাখিদের নিয়ে একটি সংখ্যা বানাও। বিদায়।

সাডমান সায়ান

পঞ্চম শ্রেণি, মনিপুর উচ্চবিদ্যালয় মূল বালক, ঢাকা

কিআ: এটা তো খুবই ভালো ব্যাপার। বই পড়া চালিয়ে যাও। পাখি নিয়ে সংখ্যা করব। আমি যদি ভুলে যাই, মনে করিয়ে দিয়ো। ভালো থেকো।

আরও পড়ুন