হারিয়ে যাওয়া কিআর খোঁজে
প্রিয় কিআ,
একটা মজার ঘটনা বলি। আমার একটা অভ্যাস হলো লুকিয়ে লুকিয়ে অপাঠ্যপুস্তক পড়া। সে রকম একদিন আমি পুরোনো একটি কিআ নিয়ে পড়ছিলাম। মা আসার সঙ্গে সঙ্গে সেটা লুকিয়ে ফেলি। একদিন কিআগুলো গোছাতে গিয়ে দেখি, ওই কিআটা নেই। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কিআটি আমি পাইনি। পরে একদিন বিছানা গোছাতে গিয়ে দেখি, কিআটা রয়েছে বালিশের নিচে!
আরশিয়া তাহসিন, ৪র্থ শ্রেণি, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া
কিআ: আহা, ওই কিআটা কি তুলনামূলক ফরসা হয়েছে? না, মানে এত দিন বালিশের নিচে ছিল তো, সূর্যের আলো পায়নি। দেখো তো একটু চেক করে ওটার কী অবস্থা। আমার মনে হয় বালিশের নিচে আরামে ‘ঘুমেশে পড়েছিল’ কিআটা।