গো গ্রিনের পরিচ্ছন্নতা অভিযান
প্রিয় কিআ,
সেঞ্চুরিইইইইই!! একটা নয়, দুটা নয়, তিন-তিনটা সেঞ্চুরি করে ফেলেছি আমি বই পড়া নামক টেস্ট ম্যাচে (অবশ্যই পাঠ্যপুস্তক বাদে)! এখন আমার পঠিত বইয়ের সংখ্যা ৩৪৪! যা–ই হোক, আমি তোমার পাঠক ২০১৮ সাল থেকে। আমার কাছে তোমার ৪৯টি সংখ্যা আছে (আরেকটা হলে হাফ সেঞ্চুরি হয়ে যাবে)। আমি যে তোমাকে কত ভালোবাসি তা শুধু আমিই জানি। আমরা ১৪ জন বন্ধু মিলে ‘GO GREEN’ নামক একটি দল তৈরি করেছি। ইতিমধ্যেই আমরা বেশ কয়েকটি স্কুলে গিয়ে জলবায়ু পরিবর্তন সম্পর্কে প্রচারণা চালিয়েছি। আমাদের এলাকার বেশ কিছু স্থান পরিষ্কার করেছি। আমাদের লক্ষ্য বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী যেন জলবায়ু পরিবর্তন প্রতিরোধে এগিয়ে আসে। তুমি জানো, এমন কিছু করার পরিকল্পনা আমি তোমার থেকেই পেয়েছি! আমাদের আরও ভালো কিছু করার অনুপ্রেরণা জোগাও। ভালো থেকো।
নাফিসা তাবাসসুম
সপ্তম শ্রেণি, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সাতক্ষীরা
কিআ: অসাধারণ। তোমার পড়া বইয়ের সংখ্যা দেখে খুব ভালো লাগছে। ইশ, আমারও উচিত ছিল কয়টা বই পড়লাম, তার একটা হিসাব রাখা। যাও, এ বছর থেকে হিসাব রাখব। দেখি, তোমার কাছাকাছি যেতে পারি কি না। কিন্তু তোমাদের ‘GO GREEN’-এর কার্যক্রম নিয়ে বিস্তারিত লেখা-ছবি কই? পরেরবার অবশ্যই লেখা-ছবি পাঠাবে। তাহলে বাকিরাও এমন কাজে উৎসাহ পাবে। অনেক অনেক শুভকামনা ‘GO GREEN’-এর জন্য। ভালো থেকো তোমরা।
প্রিয় কিআ,
আমি তোমার ছয়-সাত বছরের পুরোনো পাঠক। কখনো চিঠি পাঠানো হয়নি। আজ এক আবদারের উদ্দেশ্যেই এই চিঠি লেখা। আমার মতো যারা গিটার শিখতে চায়, তাদের জন্য গিটার নিয়ে নানা বিষয় আর শেখার নিয়মগুলো ছাপাতে পারবে? খুব বেশি পুরোনো পাঠক না হলেও শুধু পুরোনো পাঠক হিসেবে আমার এই আবদার পূরণ করা আশা করি তোমার কাছে এমন কিছু কঠিন না। ভালো থেকো।
দেবলীনা ভট্টাচার্য্য
নবম শ্রেণি, ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়, ঢাকা
কিআ: গিটার শেখা নিয়ে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে। লেখা পড়ে শেখার চেয়ে ওগুলো বেশি কার্যকর। তাই বলে ভেবো না যে তোমার আবদার রাখছি না। গিটার নিয়ে আমরা লেখা ছাপব। কেমন দাম, কোথায় শেখা যায়, কোন চ্যানেলগুলো বেশি উপকারী—এগুলো লিখলে খুশি হবে তুমি? জানিয়ো আমাদের।