গল্প পড়ে সাধারণ জ্ঞান পরীক্ষায় ভালো ফল
প্রিয় কিআ,
তুমি জেনে খুশি হবে যে আমি ক্যাডেট পরীক্ষায় ভালো ফল করেছি। আমার সাধারণ জ্ঞান নিয়ে খুব চিন্তা ছিল। সাধারণ জ্ঞান প্রশ্ন পেয়ে দেখি, সব প্রশ্ন আমার কমন পড়েছে। যার কারণ হলে তুমি। তোমার লেখা ‘অলিম্পিকের নানা রূপ’, ‘মেয়েরাই বারবার জিতিয়ে দেয় বাংলাদেশকে’ লেখাগুলো পড়ে আমি যে কী উপকৃত হয়েছি, তা তোমাকে বলে বোঝাতে পারব না। গল্পগুলো পড়ে ক্যাডেটে আমার সাধারণ জ্ঞান পরীক্ষা ভালো হয়েছে। তোমার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার মতে, তুমি হলে একধরনের সালতামামি। ভালো থেকো।
ক্যাডেট খালেদ বিন সাইদ
কিআ: যাক, আজকাল প্রায়ই পরীক্ষায় কাজে আসছি। পাঠ্যপুস্তক হয়ে যাচ্ছি নাকি দিন দিন? তোমাদের চিঠিতে অনুপ্রাণিত হয়ে এ সংখ্যায় এমন বেশ কিছু লেখা আছে, যেগুলো তোমাদের সাধারণ জ্ঞান পরীক্ষায় কাজে লাগবে। আর ছোটখাটো একটা সালতামামিও দিয়ে দিলাম। কেমন লাগল জানিয়ো।