আবারও কারাতে নিয়ে লেখা ছাপানোর অনুরোধ
প্রিয় কিআ,
আমি ভালো নেই। পড়াশোনার এত চাপ, তোর ওপর আবার পরীক্ষা শুরু। পরীক্ষার পর যে ঘুরতে যাব, তা–ও হবে না।
ক্লাস সিক্সে উঠব, তাই অন্য স্কুলে ভর্তি হতে হবে। পুরোনো স্কুলটার কথা খুব মনে পড়বে, মনে পড়বে পুরোনো বন্ধুদের কথাও। আমার বেস্ট ফ্রেন্ড নেই। তবে, ভালো ভালো কিছু বন্ধু আছে—তানহা, মানতাসা, সোমা, মিম, মুনতাহা, অর্হ আর তাইফা। ওহহ! তোমাকে তো আমি আমার আবদারের কথা বলিনি। শোনো, গত মাসের সংখ্যায় মো. আজমাইন ফিদা বলেছে কারাতে সম্পর্কে কিছু ছাপাতে। তার সঙ্গে আমিও একমত। আমিও কারাতে খেলোয়াড়। আমি চাই, তুমি কারাতে সম্পর্কে এমন কিছু ছাপাও, যাতে প্রত্যেকেই কারাতের প্রতি উৎসাহিত হয়। কারাতে শুধু একটা খেলা নয়, এটি শিখলে শরীর ও মন দুটোই ভালো থাকে। আশা করি তুমি বিষয়টি ভেবে দেখবে।
হুমায়রা আহসান
পঞ্চম শ্রেণি, চিটাগং কিন্ডারগার্টেন, চট্টগ্রাম
কিআ: সর্বনাশ! দুই–দুইজন কারাতে খেলোয়াড় এভাবে হুমকি দিলে না ছেপে উপায় আছে! নতুন বছরে আমি আমার হাড়গোর ক্ষতবিক্ষত অবস্থায় আবিষ্কার করতে চাই না। অবশ্যই কারাতে নিয়ে লেখা ছাপা হবে। প্রয়োজনে আমি নিজেই কারাতে কোর্সে ভর্তি হয়ে যাব। তোমাদের দুজনের কাছ থেকে আত্মরক্ষাও তো করতে হবে, নাকি?