পোস্ট অফিসের রাস্তা চিনিয়ে ধন্যবাদ পেল কিআ

চিঠির বাক্স আছে কিন্তু এখন চিঠি আসে কমই। ছবিটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের পোস্ট অফিস থেকে তোলা, ছবিটি প্রতীকীছবি: আতিকুর রহমান

প্রিয় কিআ,

খুব ছোট একটা চিঠি লিখব। তোমাকে ধন্যবাদ ফেসবুক, ইনস্টাগ্রামের এ যুগেও প্রেসে ছাপানো ম্যাগাজিন হাতে তুলে দেওয়ার জন্য; ই-মেইলের এই যুগেও পোস্ট অফিসের রাস্তাটা চিনিয়ে দেওয়ার জন্য।

আহ্সানুল্লাহ

একাদশ শ্রেণি, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ

কিআ: তোমাকে ধন্যবাদ, কষ্ট করে পোস্ট অফিসের রাস্তা চিনে আমাদের কাছে চিঠি লেখার জন্য এবং চিঠিটা এত ছোট রাখার জন্য। ভালো থেকো। এমন সুন্দর ছোট ছোট চিঠি দিয়ো।

আরও পড়ুন