ছদ্মনাম দেওয়া বন্ধুদের ছেড়ে এসেছি

অলংকরণ: নাইমুর রহমান

প্রিয় কিআ,

খুবই আশঙ্কার বিষয়! নভেম্বর মাসে ফাবিহা হামিদ বলেছিল, ‘কবে জানি তোমার নাম কিআ থেকে বিআ (বিজ্ঞাপন আলো) হয়ে যায়।’ আমিও সেই আশঙ্কায় আছি। পুরো ১০টা পৃষ্ঠা বিজ্ঞাপনভর্তি। যাক, বাদ দাও...।

তোমাকে ধন্যবাদ। একটি ‘ক্লাস রুটিন’ কিআতে দেওয়ার জন্য। কিন্তু এটা এখান থেকে বের করব কীভাবে?

জানো, আমি না একটুও ভালো নেই। পুরোনো স্কুল ছেড়ে চলে আসতে হয়েছে আমাকে, প্রথম প্রথম কিছু মনে না হলেও এখন খারাপ লাগছে, পুরোনো বন্ধুদের কথা মনে পড়ছে। কত যে ছদ্মনাম দিয়েছিলাম ওদের, এখন এভাবে ডাকা হবে না, টিফিনের টাইমে একসঙ্গে খেলতে পারব না। এই দুঃসময়ে আমাকে আনন্দ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।

মো. তাহমীদ হক

নর্থ সাউথ মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুর

কিআ: স্কুল ছেড়ে যাওয়াটা সত্যিই খুব কষ্টের। তবে এখন সামনাসামনি না হলেও অনলাইনে অন্তত যোগাযোগ করতে পারবে। যোগাযোগ থাকাটা জরুরি। নিশ্চয়ই মেসেঞ্জারের গ্রুপে ছদ্মনামগুলো তোমরা নিকনেম হিসেবে অ্যাড করতে পারবে। কী বলো? আর ক্লাস রুটিনটা কষ্ট করে কেটে নিতে হবে।

আরও পড়ুন