ক্যালকুলেটরের বদলে রং পেনসিল

প্রিয় কিআ,

আজকাল তোমার খোঁজ নিতে ভুলে যাচ্ছি। আসলে, ইদানীং আমিও তোমার মতো ভুলোমনা হয়ে পড়ছি। এই তো কিছুদিন আগের কথা। অঙ্ক স্যার বললেন, পরদিন আমাদের একটা অঙ্ক পরীক্ষা নেবেন। আমি সারা রাত পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়ে সকালে স্কুলে গেলাম। পরীক্ষা শুরু হলো। কিছুক্ষণ পর আমি ব্যাগ থেকে আমার ক্যালকুলেটর বের করার জন্য হাত ঢোকালাম। এরপর আমার মাথায় হাত। দেখি, ক্যালকুলেটরের বদলে রং পেনসিল নিয়ে এসেছি আমি। কী সাংঘাতিক ব্যাপার। পরে অবশ্য সমস্যা হয়নি। পাশের বান্ধবী আমাকে সাহায্য করল। এই যাত্রায় বেঁচে গেলাম।

আন্‌নিস নুনতাসিন আফরা

নবম শ্রেণি, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

কিআ: তুমি ভুল করোনি। আসলে সেদিন ড্রয়িং পরীক্ষা হওয়ার কথা ছিল, ভুলে অঙ্ক পরীক্ষা হয়ে গেছে। তাই না?

আরও পড়ুন