কিআ নিয়ে কৌতুক
প্রিয় কিআ,
তুমি কেমন আছ? আমি ভালো আছি। আমি কিছুদিন আগে দেখি যে আমার বন্ধু তার গ্লু স্টিক ব্যবহার করে দেয়ালে আলো দিচ্ছে। সে তো একজন কিশোর। সে কিশোর এবং সে আলো দিচ্ছে, মানে সে কিশোর আলোয় পরিণত হয়েছে। হা হা হা! মজার, তা–ই না?
তানজিম সাফওয়ান
পঞ্চম শ্রেণি, মনিপুর উচ্চবিদবালয় ও কলেজ, ঢাকা
কিআ: দারুণ! সুপার! ঘরে ঘরে এমন কিশোর আলো আছে। কারণ, সন্ধ্যা হলে অনেক কিশোরই ঘরের আলো জ্বালে। তাদেরও কিশোর আলো বলা যায়। তুমিও কি সে রকম কিশোর আলো?