কিআ পাঠককে ধন্যবাদ

সকালে চট্টগ্রামের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে কিআ পাঠকছবি : সৌরভ দাশ

প্রিয় কিআ

ধন্যবাদ কিআ পাঠক ‘সুরাইয়া সালাউদ্দিন’কে। ‘স্যারের বিদায়’ লেখাটা পড়ে স্কুলে গিয়েছিলাম। আমাদের স্কুলে তা–ই ঘটল, যা তোমাদের স্কুলে ঘটেছিল। অবিশ্বাস্য কাণ্ড। প্রত্যেক কিআ পাঠককে ধন্যবাদ, কারণ, তারা নিজেদের প্রতিটি অভিজ্ঞতা কিআতে প্রকাশ করছে এবং কিআ তা ছাপাচ্ছে। কৃতজ্ঞতা ও প্রকাশ করছি কিআর প্রতি। শুভকামনা সব কিআ পাঠক (কিআ পোকা) ও কিআকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

রাহিল হাশেমী

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কিআ: ওয়ালাইকুম আসসালাম রাহিল। এ তো সত্যি আশ্চর্যের বিষয়। কীভাবে মিলে গেল! তোমার অভিজ্ঞাতাটাও লিখে পাঠিয়ো। ভালো থেকো।

আরও পড়ুন