জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতন পাঠক

অতিরিক্ত কার্বন ডাই–অক্সাইডকে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের জন্য অনেকাংশে দায়ী করা হয়প্রতীকী ছবি: রয়টার্স

প্রিয় কিআ, ভাবছি প্লাস্টিক বিশেষ করে পলিথিনের ব্যবহার কমাতে উদ্যোগ নেব। কারণ, সবাই এখন গণহারে পলিথিন ব্যবহার করছে। ইতিমধ্যে পরিকল্পনাও করে ফেলেছি। ছোটবেলার বন্ধু হিসেবে তোমার সাহায্য লাগবে। তোমার দায়িত্ব, প্লাস্টিক কীভাবে বৈশ্বিক উষ্ণতার কারণ এবং কীভাবে এর ব্যবহার কমানো যায়, তা নিয়ে কিআ পাঠকদের সচেতন করা। একটা ফিচার ছাপলে আরও খুশি হব। কারণ, ‘আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে’—তাই না?

সামিয়া শওকত

নবম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কিআ: অবশ্যই। আমাদের জাগতে হবে। খুব ভালো উদ্যোগ নিয়েছ তুমি। আমরা বেশ কয়েকবার জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা (গ্লোবাল ওয়ার্মিং), প্লাস্টিকের ক্ষতিকর দিক নিয়ে ফিচার ছেপেছি। নিয়মিতই ছাপব। তুমি তোমার পরিকল্পনার কথাগুলো জানাতে পারো। তাহলে আমরাও সে অনুযায়ী কাজ করতে পারব। ভালো থেকো।

আরও পড়ুন