চিঠি ছাপিয়ে নতুন পাঠককে স্বাগত
প্রিয় কিআ,
২০২৩ সালে আমি আমাদের ক্লাসরুম ঝাড়ু দিচ্ছিলাম। এমন সময় একটা ছেঁড়া কিআ পাই। সামনের দিকের ৭০ পৃষ্ঠাই ছিল না কিআর। কিন্তু তোমার সুন্দর সুন্দর কমিকস আর কুইজগুলো আমার ভালো লেগেছিল, তাই কিআটা আমি নিয়ে যাই। গত জুলাইতে আমার বই গোছানোর সময় কিআটার প্রতি নজর পড়ে। ভাবলাম, এমন একটা ম্যাগাজিন কিনতে হবে। চলে গেলাম বইয়ের দোকানে। আর দোকানে এসে তো আমি পুরাই অবাক। এই ম্যাগাজিন প্রতি মাসে ছাপা হয়! এটা একটা মাসিক ম্যাগাজিন। সেই দিন আমি কতটা খুশি হয়েছিলাম, বলে বোঝাতে পারব না। তারপর থেকে তুমি আমার প্রিয় বন্ধু হয়ে গেলে। আসলে আমি ভেবেছিলাম, এটা শুধু ফেব্রুয়ারি মাসে ছাপা হয় (যেহেতু আমার কিআটা ছিল ফেব্রুয়ারি সংখ্যা)। আর আমার একটা প্রশ্ন ছিল, কুইজের উত্তরটা ডাকেই কেন পাঠাতে হবে, আমাকে একটু বলো তো প্লিজ। আর জানো, আমার চিঠিটা লেখার সময় বারবার মনে হয়েছে, তুমি আমার এই প্রথম চিঠি ছাপিয়ে আমাকে অবাক করে দেবে। ভালো থেকো।
তাসমিয়া ইসলাম
এসএসসি পরীক্ষার্থী ২০২৫, পূর্ব বাপ্তা দাখিল মাদ্রাসা, ভোলা
কিআ: কী অদ্ভুত, ফেব্রুয়ারি সংখ্যা দিয়ে পরিচয়, আর সেই ফেব্রুয়ারি সংখ্যাতেই তোমার চিঠি ছাপা হলো। মজা তো। তুমি ঝাড়ু দিতে গিয়ে যে ছেঁড়া কিআটা খুঁজে পেয়েছিলে, সেটাকে ধন্যবাদ দিতে হয়। কেউ বোধ হয় চিঠি না ছাপা হওয়ায় রাগে-ক্ষোভে কিআটা ছিঁড়ে ফেলেছিল। অনেক ধন্যবাদ তোমাকে। কুইজের উত্তরটা কেন ডাকে পাঠাতে হয়, এটা বেশ ভালো প্রশ্ন। এটা নিয়ে আমরা ভেবে দেখব। অনলাইন হলে কি তোমাদের সবার সুবিধা হয়? জানিয়ো তো।