ম্যাগাজিন তো আর হিসাববিজ্ঞানের বই না

কিশোর আলোঅলংকরণ: নাইমুর রহমান

প্রিয় কিআ,

তোমার মতো একটা বড়লোক ম্যাগাজিনের তো ভালো থাকারই কথা। তাই বললাম না যে তুমি কেমন আছ। তবে আমি একদমই ভালো নেই । পড়াশোনার চাপ আমায় চাবকাচ্ছে। অন্যদিকে তোমার অমন কাণ্ড দেখে কী আর বলি! তুমি ভালো থাকার একটা ওষুধকে নিঃশেষ করে দিয়েছ । দ্য নিউ অ্যাডভেঞ্চার অব ফার্মের মুরগি উপন্যাসটা কি শেষ হওয়া খুব দরকার ছিল? । সে যাকগে, এখন কয়েকটা আবদারের কথা শোনো:

১. নতুন বছর একটা নতুন ধারাবাহিক উপন্যাস চাই আর তা হতে হবে আদনান মুকিত কর্তৃক লিখিত।

২. এআই আর্টি দেওয়া বন্ধ করো । কেমন যেন অপার্থিব আর প্রাণহীন লাগে।

৩. প্লিজ প্রোগ্রামিং নিয়ে ফিচার ছাপানোর চেষ্টা করো।

আর হ্যাঁ, বেশি মোটা হতে যেয়ো না, এই ফিটনেসই ঠিক আছে। ম্যাগাজিন তো কখনো মোটা মোটা হিসাববিজ্ঞানের বই হতে পারে না। তাই না?

নুসরাত জাহান

সপ্তম শ্রেণি, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কুড়িগ্রাম

কিআ: বাপ রে! এটা কি অনুরোধ না হুমকি, বুঝতে পারছি না । উত্তরগুলো দিচ্ছি

১ নম্বর প্রশ্নের উত্তর

নতুন বছরে নতুন ধারাবাহিক উপন্যাস আছে। আদনান মুকিত তো মাত্রই লিখলেন, এখনই আবার লিখলে একঘেয়ে লাগতে পারে। আর লেখকও লম্বা উপন্যাস লিখে এখন কাহিল। নতুন উপন্যাস আসছে।

২ নম্বর প্রশ্নের উত্তর

এআই আর্ট তো অনেকের কাছে ভালো লাগছে। কী করা যায় বলো দেখি?

৩ নম্বর প্রশ্নের উত্তর

প্রোগ্রামিং নিয়ে ফিচার হবে। আগামী বছর।

আরও পড়ুন