কিআ পাঠকের কিছু আবদার

প্রিয় কিআ,

যতবার তোমার পাতা উল্টে ‘চিঠিপত্তর’ বিভাগটা দেখি, ততবার ইচ্ছা করে একটা চিঠি লিখতে। শেষ পর্যন্ত লিখেই ফেললাম। তুমি না থাকলে বোধ হয় জানাই হতো না, আমার আশপাশেই আমার বয়সী এত এত বইপোকা আছে! আজ কিছু আবদার নিয়ে এসেছি! চিঠি ছাপাও বা না ছাপাও, এগুলো মনোযোগ দিয়ে শোনো আর পূরণ করার চেষ্টা করো।

১. ‘আমরা সবাই রাজা’ বিভাগ‌টায় লেখাগুলোর মান অধিকাংশ সময়ই অত ভালো লাগে না। এ ব্যাপারে একটু খেয়াল রেখো।

২. আ্যনিমে কথনে কিছু ভিন্ন জনরার আ্যনিমে নিয়ে লেখা চাই। কিংবা জনপ্রিয় আ্যনিমেগুলো নিয়ে।

৩. ‘নিজেকে জানো’ আর ‘মনোবন্ধু’ বিভাগগুলো ফিরিয়ে আনো প্লিজ।

৪. একটা ডিজনি অ্যানিমেশন সংখ্যা করো প্লিইইইইজ।

৫. বিভিন্ন বইয়ের রিভিউ এবং বই সম্পর্কে বেশি বেশি লেখা চাই।

৬. সাউথ পয়েন্ট স্কুলের বারিধারা শাখায় একবার ঘুরে যাও, ‘প্লিইইইইইইজ x আনলিমিটেএএএএড’!

অনেক কথা বলে ফেললাম! তাই এখনকার মতো বিদায়। ভালো থেকো।

সিরাজাম মুনিরা

অষ্টম শ্রেণি, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কিআ: অত্যন্ত গুরুত্বপূর্ণ সব কথা তুলে ধরেছ তুমি। সব কটাই আমরা করব। চিন্তা কোরো না। তবে অ্যানিমে কথনে কিন্তু বিভিন্ন জনরার অ্যানিমে নিয়েই লেখা হচ্ছে। আর আমরা সাউথ পয়েন্ট স্কুলের বারিধারা শাখায় বেড়াতে যেতে চাই। শুধু সাউথ পয়েন্ট কেন, যেকোনো স্কুলে ডাকলেই আমরা যাব। কবে আসব বলো। দেখা হবে সবার সঙ্গে।

আরও পড়ুন