কিআ পাঠকের আবদার

প্রিয় কিআ

কেমন চলছে পাঠকদের আবদারের র‍‍্যাপিড ফায়ারিং? আমি তোমার বড় ফ্যান। আমারও আবদার আছে। তা হলো

১. এআই আর্ট আমার বেশ পছন্দ। এটা বন্ধ করবে না।

২. আনিমে কথনে Solo levelling, Ragna crimson বা Tsukimichi: The Moonlit Fantasy নিয়ে প্রান্ত ঘোষ দস্তিদারের কাছে লেখা চাই।

৩. লস অ্যাঞ্জেলসের দাবানল নিয়ে লেখা চাই।

৪. বিনোদন বিভাগে স্কুইড গেমস টু নিয়ে তথ্য জানাতে হবে।

৫. আদনান মুকিতের ‘দ্য নিউ অ্যাডভেঞ্চার অব ফার্মের মুরগি’ কি বই আকারে আসবে?

উত্তরগুলো দিয়ো। ভালো থেকো। বিদায়।

রবিউল আহসান

ষষ্ঠ শ্রেণি, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ঢাকা

কিআ: ভালোই চলছে আবদারের র৵াপিড ফায়ারিং। কিন্তু সবাই নাম্বারিং করে প্রশ্ন জানতে চাওয়ায় জায়গা কিন্তু বেশি লাগছে। এটা তোমাদের কেমন লাগছে? চলো, এখন উত্তর দিই।

১. ঠিক আছে, এআই আর্টও চলবে। তবে দুটোর ভারসাম্য রাখার চেষ্টা করব।

২. প্রান্ত ঘোষ দস্তিদার নিশ্চয়ই তোমার আবদার ভেবে দেখবেন।

৩. দাবানল নিয়ে লেখা দিয়েছি। পড়ে জানিয়ো কেমন লাগল।

৪. স্কুইড গেমস নিয়ে তথ্য দেওয়াই যায়, তবে এটা কিশোর উপযোগী সিরিজ নয়। তাই স্বাভাবিকভাবেই এ নিয়ে কিআতে আমরা লিখব না।

৫. আদনান মুকিতের দ্য নিউ অ্যাডভেঞ্চার অব ফার্মের মুরগি বই হিসেবে বেরিয়েছে। তোমরা বইমেলায় প্রথমার স্টলে (প্যাভিলিয়ন ৬) পাবে। এ ছাড়া প্রথমা ডটকমসহ অন্যান্য বইয়ের সাইটে অর্ডারও করতে পারবে।

আরও পড়ুন