কিআ জন্মদিনে সব সময়ই শুভেচ্ছা বার্তা পাঠাও তোমরা। দারুণ সব চিঠি পড়ে আমরা অনুপ্রাণিত হই। সাহস পাই নতুন কিছু করার। সাধারণত অক্টোবর মাসে চিঠিপত্তর বিভাগে তোমাদের শুভেচ্ছাগুলো প্রকাশ করি আমরা। কিন্তু এবার তোমরা সবাই অনেক শুভেচ্ছা পাঠিয়েছ আমাদের। সংখ্যাটা অনেক বেশি। ধারাবাহিকভাবে চিঠিগুলো ছাপছি। আজ ছাপা হলো শেষ কিস্তি। যতগুলো সম্ভব চিঠি ছাপিয়েছি। বিশ্বাস করো, সুযোগ থাকলে আমরা সব কটি চিঠিই ছাপতাম। দুটো কথা মনে রাখবে—এক. আমরা তোমাদের সব চিঠি পড়ি। আর দুই. আমরা তোমাদের অনেক অনেক ভালোবাসি। ১০ বছর ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থেকো, সব সময়।
লাল গোলাপ শুভেচ্ছা
শুভ জন্মদিন কিশোর আলো। অনেক অনেক শুভকামনা। দেখতে দেখতে ১০ বছর কাটিয়ে ফেললে! তাই তোমাকে ১০টি তাজা টকটকে লাল গোলাপের শুভেচ্ছা। আমি তোমার অনেক বড় ভক্ত। যদিও তোমার সঙ্গে আমার পরিচয় মার্চ ২০২০ সালে। জন্মদিনের ট্রিট দিতে ভুলো না। ভালো থেকো। আর আবারও শুভ জন্মদিন।
নন্দিতা শফিক
ষষ্ঠ শ্রেণি, দি ফ্লাওয়ার্স কে.জি. অ্যান্ড হাইস্কুল, মৌলভীবাজার
প্রথম দেখা
শুভ জন্মদিন। জানো তোমার সঙ্গে দেখা হয়েছে কীভাবে? ২০২১ সালের ৫ তারিখ হকার আঙ্কেল পত্রিকার সঙ্গে তোমাকে নিয়ে যায়। আমি ম্যাগাজিন পড়তে পছন্দ করি। তোমাকে দেখে আমি অনেক খুশি হয়েছিলাম। তোমার একটা পাতায় আমার প্রিয় মুভি হ্যারি পটার-এর ছবি দেখতে পাই। ব্যস, আমি পাগল হয়ে যাই। তারপর বাবাকে বলে দিলাম, যেন প্রতি মাসে তোমাকে দিয়ে যায়। এই কার্ড তোমার জন্য। ভালো থেকো।
মিথিলা ফারজানা
ষষ্ঠ শ্রেণি, খান বাহাদুর আওলাদ হোসেন খান বিদ্যালয়, মানিকগঞ্জ
আমরা কিআপোকা
শুভ জন্মদিইইইইইইইইন! জন্মদিনে তোমাকে এক বস্তা আম আর বরইয়ের আচার আর এক বালতি বেলি ফুলের শুভেচ্ছা। আশা করি ভালো আছ। আমিও খুব ভালো আছি। জানো, আমার ক্লাসে আরেকজন কিআ পোকা আছে। তার নাম জারীন। কিআ ভক্তদের নতুন নাম, ‘কিআ পোকা’। কেমন হয়েছে নামটা? তাহলে এখানেই লেখা শেষ করি, তুমি তো আবার বেশি খাবার খেতে পারো না। ভালো থেকো।
তাজমীন উমাইযা ইমতিয়াজ
ড্রেক্সেল ইন্টারন্যাশনাল স্কুল, বনশ্রী, ঢাকা