ষষ্ঠ শ্রেণিতে প্রথম কথা বলা

আমি যখন ষষ্ঠ শ্রেণিতে পড়তাম, তখন খুব চুপচাপ ছিলাম। আমার কোনো বন্ধু ছিল না। সবাইকে দেখলে আমার লজ্জা লাগত, ভয়ও পেতাম। কয়েক দিন পর যখন কথা বললাম, তখন কিছু মেয়ে আমাকে বলল, ‘তুমি আজকে জীবনে প্রথম কথা বলেছ।’ সবাই আমাকে ভদ্র মেয়ে বলত। সবাই বলত, চুপচাপ মেয়েটা কি আজ আসেনি?

লেখক: শিক্ষার্থী, দ্বাদশ শ্রেণি, শহীদ পুলিশ স্মৃতি কলেজ

আরও পড়ুন