'দ্য নিউ অ্যাডভেঞ্চার অব ফার্মের মুরগি' নিয়ে মন্তব্য

‘দ্য নিউ অ্যাডভেঞ্চার অব ফার্মের মুরগি’অলংকরণ: রাকিব রাজ্জাক

প্রিয় কিআ,

লিখতে বসলাম সদ্য শেষ হওয়া আদনান মুকিত ভাইয়ার ধারাবাহিক উপন্যাস ‘দ্য নিউ অ্যাডভেঞ্চার অব ফার্মের মুরগি’ নিয়ে। উপন্যাসটায় আমাদেরই সমবয়সীদের মধ্যকার বন্ধুত্ব, যাদের একেকজনের জীবনাভিজ্ঞতা একেক রকম। ইভানের অ্যাডভেঞ্চার, একের পর এক রহস্যময় ঘটনা আর শেষ পর্যন্ত একটা অনিশ্চয়তা—কত কিছু তুলে ধরা হয়েছে! এ যেন বাস্তব আর অতিপ্রাকৃত ঘটনার ছেও অথচ সুন্দর এক সমন্বয়। আর ইভানের সঙ্গী ডগেশ আর রকির ব‍্যাপারটা তো দারুণ। আসলেই তো, এই প্রাণীদের সামান্য মমতা দেখালেই এরা সর্বস্ব দিয়ে আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

সব মিলিয়ে এমন দারুণ সুন্দর একটা উপন্যাস উপহার দেওয়ার জন্য আদনান মুকিত ভাইয়া আপনাকে এই এত্ত বড় (অ-নে-ক বড়) ধন্যবাদ। নতুন উপন্যাসের অপেক্ষায় রইলাম।

লেখক: শিক্ষার্থী, একাদশ শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কিআ: তোমাকেও অনেক ধন্যবাদ সুবাহ্। নতুন বছরেই কিআতে পাবে নতুন ধারাবাহিক উপন্যাস। অপেক্ষা করো। ভালো থেকো।

আরও পড়ুন