কত তারিখের মধ্যে কিআতে চিঠি পাঠাতে হবে

অলংকরণ: নাইমুর রহমান

প্রিয় কিআ

প্রতি মাসে যখন সবার চিঠিগুলো পড়ি, তখন আমার ইচ্ছা করে তোমাকে ভিন্ন ভিন্ন বিষয়ে ১০-১২টি চিঠি পাঠাতে। আবার আমি বিষয় পেয়েও যাই! আচ্ছা, এক মাসে কি দুটি বা তিনটি চিঠি পাঠানো যাবে? আমার প্রশ্নের উত্তর পেলে খুশি হব। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা ধরো, আমি জানুয়ারি সংখ্যার জন্য একটি চিঠি লিখলাম। এটা তো পাঠাতে হবে ডিসেম্বরের মধ্যে। ডিসেম্বরের কত তারিখে পাঠালে তোমাদের জন্য সুবিধা হবে? শেষে আরেকটি পরামর্শ। আমরা যে ই–মেইল বা ডাকযোগের চিঠি পাঠাই, সেগুলো সামনের সংখ্যায় ছাপা হবে কি না, তা জানালে ভালো হয়। অন্তত ই–মেইলে ‘হ্যাঁ’ বলে একটা উত্তর দিলেও আমরা উপকৃত হব। ভালো থেকো।

মো. নানজিব ফাহিম

সপ্তম শ্রেণি, এবিএম গ্র্যাজুয়েট স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কিআ: আজকে দেখি সবাই কঠিন কঠিন প্রশ্ন করছে। ব্যাপার কী! যা–ই হোক, তুমি যত ইচ্ছা তত চিঠি পাঠাতে পারো। কোনো বাধা নেই। আমরা সব চিঠি পড়ি। সিরিয়াসলি বলছি, সব চিঠি পড়ি। একটা চিঠি সংখ্যা করে ফেলব নাকি? যাহোক, মনে করো, ফেব্রুয়ারি সংখ্যার জন্য তুমি চিঠি পাঠাতে চাও। ডাকে পাঠালে পাঠাবে জানুয়ারির ২০ তারিখের মধ্যে। আর ই–মেইলে পাঠানোর কোনো নির্দিষ্ট সময় নেই। যখন ইচ্ছা তখন পাঠালেই হবে। তবে, জানুয়ারি সংখ্যাবিষয়ক কোনো চিঠি যদি জানুয়ারির ৩০ তারিখে আসে, তখন আমরা পড়তে পারব, কিন্তু ছাপাতে পারব না। এটা মাথায় রেখো। তবে চিঠি ছাপা হবে কি না, এটা আগে জানানো সম্ভব নয়। অনেক ই–মেইল আসে যেগুলো তথ্যনির্ভর, কীভাবে লেখা পাঠাব, কোন ঠিকানায় পাঠাব—এমন তথ্য জানতে চাওয়া ধরনের। সেগুলো আমরা চেষ্টা করি, সেখানেই উত্তর দিয়ে দিতে। কিন্তু প্রতিটি ই–মেইলের উত্তর কীভাবে দেওয়া যায়, সেটা নিয়ে আমরাও কাজ করছি। দ্রুতই একটা সমাধান দিতে পারব আশা করি। উত্তর পেয়েছ?

আরও পড়ুন