বন্ধু যখন স্কুল ছেড়ে ঢাকায় যায়

অলংকরণ: নাইমুর রহমান

প্রিয় কিআ,

আমি ভালো নেই। কারণটা বলছি, আমার এক প্রিয় বন্ধু আমাদের স্কুল ছেড়ে চলে যাচ্ছে। কীভাবে জানলাম? আমাদের স্কুলে যেদিন বার্ষিক পরীক্ষার রেজাল্ট দিচ্ছিল, তখন সবার মধ্যে উত্তেজনা। কিন্তু সেই ‘সবার মধ্যে’ আমার বন্ধু নেই। স্যার বললেন, ‘তৃতীয় স্থান অধিকার করেছে আবরার মোহাম্মদ তাহমীদ। চতুর্থ স্থান অধিকার করেছে আবদুল্লাহ আল সাদাত, বর্তমানে সে ঢাকায় এবং ঢাকার স্কুলে ভর্তি হয়েছে।’ শুনে আকাশ থেকে পড়লাম।... অনেক লিখে ফেলেছি। পরের মাসে বাকিটা লিখব।

আবরার মোহাম্মদ তাহমীদ

তৃতীয় শ্রেণি, বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, নওগাঁ

কিআ: ধারাবাহিক কমিকস, ধারাবাহিক উপন্যাসের পর তুমি প্রথম ব্যক্তি হিসেবে লিখলে ধারাবাহিক চিঠি। দারুণ! সঙ্গে তোমাকে অভিনন্দন। তুমি তৃতীয় হয়েছে শুনে খুব খুশি হলাম। আবার তোমার বন্ধু চলে গেছে শুনে খারাপও লাগছে। বেচারা হয়তো তোমাদের বলে যাওয়ার সুযোগটাও পায়নি। ওর কত খারাপ লাগছে, ভাবো। ঢাকায় তো মাঠ নেই, বাতাসও দূষিত। তোমাদের দুজনকেই শুভকামনা। দুজনের বন্ধুত্ব টিকে থাকুক।

আরও পড়ুন